এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দলীয় তদন্তের নামে হেনস্থা! খোদ অভিষেকের অফিস ঘেরাও, ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা

তৃণমূলের দলীয় তদন্তের নামে হেনস্থা! খোদ অভিষেকের অফিস ঘেরাও, ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দুর্যোগ আমপানের পর দুর্গত মানুষদের সাহায্যের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। যেখানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু এই সাহায্য নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে নানা এলাকায়। তৃণমূলের নানা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে সরব হন বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষদের একাংশ। যার পরবর্তী সময় কালে যে সমস্ত নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে তৃণমূল কংগ্রেস। শোকজ করা হয় বিভিন্ন নেতাকে।

কিন্তু এবার ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণের টাকা নিয়ে দলীয় তদন্তের নাম করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করল। যে ঘটনায় শুক্রবার সকালে দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু কেন হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা?

অভিযোগ, সাংসদের এই কার্যালয় থেকে স্থানীয় বাসিন্দাদের বারবার ফোন করে তারা ক্ষতিপূরণ পেয়েছেন কিনা, তা জানতে চাওয়া হচ্ছে। কিন্তু সেই কথা গ্রামবাসীরা জানিয়ে দেওয়ার পরেও, তাদের বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তাদের চাপ দেওয়ার ক্ষেত্রেও সরব হয়েছেন তারা। আর এই ঘটনাতেই এদিন সেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন। যার জেরে চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন যখন গ্রামবাসীরা সাংসদের কার্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সেখানে তৃণমূলের এক বিধায়ক উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তৃণমূল তাদের ভাবমূর্তি স্বচ্ছ করবার জন্য মানুষের কাছে সঠিক সাহায্য পৌঁছেছে কিনা, তা নিয়ে দলীয় স্তরে তদন্ত করছে। কিন্তু এই তদন্তের ফলে যেভাবে পুলিশ পাঠিয়ে সাধারন মানুষকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল এবং তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, তাতে নিঃসন্দেহে তৃণমূলের নতুন করে বিড়ম্বনা তৈরি হল বলেই মত ওয়াকিবহাল মহলের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!