এখন পড়ছেন
হোম > জাতীয় > ধূমপায়ীদের জন্য এবার আসতে চলেছে বড়সড় সুখবর! ট্রেনযাত্রাতেও মিলবে সুখটানের সুবিধা? জেনে নিন

ধূমপায়ীদের জন্য এবার আসতে চলেছে বড়সড় সুখবর! ট্রেনযাত্রাতেও মিলবে সুখটানের সুবিধা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট:- করোনা পরিস্থিতিতে বন্দি জীবনে অনেকেই হয়তো মিস করেন ট্রেন যাত্রাকে। কারণ আপনাদের মধ্যে থেকে অনেককেই প্রতিদিনই কাজের তাগিদে দিনের লম্বা সময় ট্রেনে জার্নি করতে হত। তবে সেই জার্নিতে যারা অভ্যস্ত, তাদের কাছে ট্রেনের কিছু ছবিও কিন্তু বেশ পরিচিত। তার মধ্য থেকে হকার রাজ, ভিখিরি রাজ এমন অনেক সমস্যার মধ্যে দিয়েই মানুষ চলতে অভ্যস্ত হয়ে গেছে। যদিও এক্ষেত্রে রেলের অনেক আইন রয়েছে, তবুও সেসব আইনকে বুড়ো আঙুল দেখিয়েই নিত্যদিনের যাত্রীদের অসুবিধার সৃষ্টি করে এসেছে এই সমস্ত কাজগুলি। তবে সম্প্রতি সেইসমস্ত কাজের ক্ষেত্রে নতুন করে নিয়ম চলেছে রেল প্রশাসন।

জানা গেছে, আপাতত রেলে ২৯টি আইন প্রচলিত রয়েছে। এদের মধ্যে ২৩টি আইন বদলে ফেলা হবে। সেক্ষেত্রে ১০০ টাকা স্পট ফাইন নিয়ে দোষীদের ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। ভিক্ষা করার ক্ষেত্রে দু’ হাজার টাকা জরিমানা। ধূমপান করলে ১০০ টাকার স্পট ফাইনে এদের ছেড়ে দেওয়ার কথা জানা গেছে। সেক্ষেত্রে হয়রানি থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রেলের ঘরে আয় আসবে বলেও মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে ছ’টি ধারা জামিন অযোগ্য রয়েছে। যার মধ্যে ১৪১ধারায় চেন পুলিং সংশোধন করার পরিকল্পনা রয়েছে। বাকি পাঁচটি ১৪৩ ধারায় টিকিটের দালালি, ১৫৪ধারায় যাত্রী সুরক্ষায় বাঁধা, ১৬০ধারায় লেবেল ক্রসিং ভাঙা বা জোর করে খোলা, ১৬৪ধারায় ট্রেনে জ্বলানশীল পদার্থ আনা ও ১৭৪ ধারায় ট্রেন অবরোধের মতো অপরাধ জামিন অযোগ্য। তাই ওইসব ক্ষেত্রে যাত্রী হয়রানি ও বেআইনি ভাবে অর্থ হাতানো রুখতে এই আইনি বদল আসতে চলেছে বলে জানা গেছে।

[content_block id=39107

রেলের তরফে জানা গেছে, যাত্রীরা যাতে স্বস্তি মত চলাফেরা করতে পারেন, সেই জন্য ইতিমধ্যেই রেলে আইন রয়েছে। কিন্তু তার সদ্ব্যবহার হচ্ছে না। সেক্ষেত্রে আইনকে ব্যবসায় পরিণত করেছে রেলেরই এক শ্রেণির আরপিএফ পোস্ট কর্তারা। রেলে যে আইনগুলি রয়েছে, তার ২৯টির মধ্যে মাত্র ছ’টি ধারা বাদে সব কটি ধারাই জামিনযোগ্য। কারণ অপরাধীদের সংশোধনের জন্যই জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার আইন রয়েছে। অথচ অভিযোগ রেলের এক শ্রেণি মোটা টাকা বেআইনিভাবে আদায় করে যাচ্ছে। বহু অভিযোগ সত্বেও সমস্যার সমাধান না হওয়ায়, এবার তাই সরাসরি আইন বদলে ফেলার চিন্তা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে খুব শীঘ্রই তা কার্যকরীও করা হবে বলে জানা গেছে।

একেত্রে ট্রেনে সিগারেট খাওয়া, ভিক্ষে করা, অশান্তি করা, ভুল করে মহিলা কামরায় উঠে পড়ার মতো ঘটনাকে এতদিন শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করা হত। তবে এবার সেই তালিকা থেকে এগুলিকে বাদ দেওয়ার প্রস্তাব এনেছে রেলমন্ত্রক। ফলত আইনি পদক্ষেপ যথাযথ ব্যবহার না করে সরাসরি ছাড় বা স্পট ফাইনের ব্যবস্থা চালু করতে এই আইন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে এতদিন চেন টেনে গাড়ি দাঁড় করানো ভারতীয় রেলের ১৪১ ধারায় জামিন অযোগ্য অপরাধ ছিল। এটাকেও বদলে ফেলার চিন্তা করা হয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে, যাত্রার সময়ে অনেকে বিপদে পড়ে ট্রেনের চেন টানতে বাধ্য হন। তাই এটাকেও ‘কারেকশনাল সেকশনে’ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!