এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রেলের জবরদখল জমি খালি করার নোটিশ আসতেই ঝাঁটা-লাঠি পেটার নিদান তৃণমূল বিধায়কের! বাড়ছে উত্তাপ

রেলের জবরদখল জমি খালি করার নোটিশ আসতেই ঝাঁটা-লাঠি পেটার নিদান তৃণমূল বিধায়কের! বাড়ছে উত্তাপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার রেলের জমি থেকে উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে ঝাঁটাপেটা করার পাশাপাশি লাঠি মেরে তাড়ানোর নিদান দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ব্যান্ডেলের সাহেববাগান, সাহেবপাড়া, আমবাগান, ক্যান্টিন বাজার, পীরতলা সহ বিভিন্ন জায়গায় রেলের জমিতে বসতি রয়েছে। কিন্তু বেশ কিছুদিন আগেই সেই জায়গা খালি করার জন্য রেলের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়। আর তার ফলেই প্রবল সমস্যায় পড়েন সেখানকার মানুষজন।

রেলের পক্ষ থেকেই নোটিশ দেওয়ার পরেই তার তীব্র প্রতিবাদ করতে দেখা যায় তৃনমূল বিধায়ক অসিত মজুমদারকে। বুধবার এই বিধায়কের নেতৃত্বে দলের বিরুদ্ধে একটি মিছিল করা হয়। যেখানে পুনর্বাসনে ব্যবস্থা না করলে কোনোমতেই উচ্ছেদ করা যাবে না বলে জানান স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মিছিলে মহিলাদের হাতে ঝাঁটাও দেখা যায়। তবে শুধু ঝাঁটা নয়, এরপর থেকে লাঠিও ব্যবহার করতে হবে বলে জানিয়ে দেন তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই রেলের নোটিশ পাওয়ার পর সরব হয়েছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যেখানে মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “কেউ যেন বাড়ি ছেড়ে না যায়। কেউ কাগজপত্র দেখতে চাইলে তারা যেন ঝাঁটা মেরে তাদের বিদায় করে দেন।” কিন্তু এদিন মিছিলে উপস্থিত হয়ে ঝাঁটার পাশাপাশি লাঠিও তৈরি রাখতে বলেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “রেলের লোক এলে যাতে স্থানীয়রা যাতে ঝাঁটা মেরে তাড়াতে পারেন, তাই এই ঝাটা মিছিল।  এতেও কাজ না হলে আগামী দিনে মুঙ্গেরের লাঠি নিয়ে রেলের লোকজনকে তাড়া করে এলাকাছাড়া করতে হবে। হঠাৎ করে খালি হাতে তুলে দেওয়া হলে, এত মানুষ যাবেন কোথায়! গরিব মানুষের মাথা থেকে ছাদ কাড়ার এ কেমন নীতি?”

কিন্তু রেলের নোটিসের প্রতিবাদে আন্দোলন করার পাশাপাশি যেভাবে লাঠি ব্যবহার করার জন্য সাধারন মানুষকে আহ্বান জানালেন তৃণমূল বিধায়ক, তাতে তার বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একজন জনপ্রতিনিধি এইভাবে কি উস্কানিমূলক বক্তব্য রাখতে পারেন! এখন তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তৃণমূলের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন পাল বলেন, “ওখানে স্কুল করার জন্য রেল জবর দখল উচ্ছেদের নোটিশ দিয়েছে। পায়ের তলায় জমি নেই বলে তৃণমূল ভোটের কথা ভেবে লোক খেপাচ্ছে। ভোটের বাক্সে জেতার মুরোদ নেই। তাই প্রকাশ্যে ঝাঁটা, লাঠির হুংকার দিতে হচ্ছে। এমন কথা ওদের মুখেই শোভা পায়।” সত্যিই তো তাই! কেন একজন জনপ্রতিনিধি এই রকম মন্তব্য করবেন!

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “আগ্নেয়াস্ত্রের মতোই মুঙ্গেরের লাঠির নাম আছে। মানুষকে ভরসা জোগাতেই বিধায়ক এই কথা বলেছেন। মানুষের কথা ভেবে রেলের পিছিয়ে যাওয়া উচিত।” কিন্তু এখানেই প্রশ্ন, রেলের সিদ্ধান্ত যদি তাদের কাছে অগণতান্ত্রিক মনে হয়, তাহলে তারা প্রতিবাদ করুক! কিন্তু সেক্ষেত্রে কেন লাঠি ব্যবহার করার কথা একজন জনপ্রতিনিধি বলবেন! তা নিয়ে প্রশ্ন ক্রমশ দানা বাধতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!