এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় ধামাকা নিয়ে এলো রিলায়েন্স জিও, নতুন ডেটা প্ল্যান নিয়ে গ্রাহকমহলে খুশীর হাওয়া!

বড়সড় ধামাকা নিয়ে এলো রিলায়েন্স জিও, নতুন ডেটা প্ল্যান নিয়ে গ্রাহকমহলে খুশীর হাওয়া!


করোনা সংক্রমণ আটকাতে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশজুড়ে চলছে লকডাউন। তবে এই লকডাউন এবার ধীরে ধীরে আনলক হবার পথে। লকডাউন এর শুরু থেকেই মানুষ গৃহবন্দী। বাড়িতে থেকেই অনেকে ওয়ার্ক ফ্রম হোম বেছে নিয়েছেন। সেক্ষেত্রে অনেকেরই প্রয়োজন ইন্টারনেট ডেটা। এবং সে ক্ষেত্রে টেলিকম কোম্পানিগুলি বিভিন্ন ভাবে সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে, সব থেকে সুবিধাজনক প্ল্যান এনেছে রিলায়েন্স জিও টেলিকম সংস্থা।

মনে করা হচ্ছে, এবার আস্তে আস্তে অফিস কাছারি খুলতে চলেছে। যদিও তাতে ইন্টারনেটের চাহিদা মোটেই কমছে না। কারণ দেশের বেশিরভাগ মানুষ বাড়িতে থেকেই কাজ করছেন এখনো। অনেকে বিনোদনের জন্যও ইন্টারনেট ডেটা ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রেও ইন্টারনেট খরচ হচ্ছে বেশি। তাই গ্রাহকদের জন্য 3 জিবি ডেটা ভীষণভাবে দরকার বলে মনে করা হচ্ছে। এবার রিলায়েন্স জিও এমন প্ল্যান এনেছে যাতে দিনে 3 জিবি ডেটা পাওয়া যায়। সেজন্য তিনটি নতুন প্ল্যান এনেছে জিও।

নতুন প্ল্যান কি রকম সুবিধা দিচ্ছে সাধারণ গ্রাহককে তা একবার দেখে নেওয়া যাক। রিলায়েন্স জিও নতুন 3 জিবির যে ডেটা প্ল্যানটি এনেছে, তার দাম 401 টাকা। এই প্ল্যানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, দিনে 3 জিবি হাই স্পিড ডেটার সঙ্গে এই প্ল্যানে আরও 6 জিবি অতিরিক্ত ডাটা পাওয়া যায়। অর্থাৎ মোট 90 জিবি ডাটা পাওয়া যাবে এই প্ল্যানে এক মাসে। উপরন্তু এই প্ল্যানটি নিলে গ্রাহকদের জিও থেকে জিও সমস্ত কল ফ্রি এবং অন্যান্য নেটওয়ার্কের জন্য হাজার মিনিট পাওয়া যাবে। এছাড়াও 100 এসএমএস ফ্রি পাওয়া যাবে।

অন্যদিকে 28 দিনের এই মেয়াদের প্ল্যানের সঙ্গে এবার ফ্রিতে ডিজনি প্লাস এবং হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন দিচ্ছে রিলায়েন্স জিও। রিলায়েন্স জিওর আরো একটি প্ল্যান আছে, যেখানে 3 জিবি ডাটা পাওয়া যায়। কিন্তু সেই প্ল্যান এর খরচ পড়বে 999 টাকা। এই প্ল্যানটির এর মেয়াদসীমা হচ্ছে 84 দিনের। 999 টাকার এই প্ল্যানটি রিলায়েন্স জিও কয়েক সপ্তাহ আগেই বাজারে এনেছে বলে জানা গেছে। এতে মোট 252 জিবি ডাটা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে জিও থেকে জিও সমস্ত কল ফ্রি এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য 3000 মিনিট পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও 100 এসএমএস ফ্রি প্রতিদিন পাওয়া যাবে বলে জানা গেছে। তার সাথে বিভিন্ন জিও অ্যাপ ব্যবহার করার সুবিধা মিলবে। অন্যদিকে জিওর আরও একটি প্ল্যান আছে, যেটিতে 3 জিবি ডাটা পাওয়া যায় এবং এর দাম 349 টাকা মাত্র। এই প্ল্যানটি ন্যূনতম 3 জিবি ডেটা পাওয়া যাবে বলে জানা গেছে। এই প্ল্যানের মোট মেয়াদ 28 দিনের, এবং এই 28 দিনে মোট 84 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও জিও থেকে জিও সমস্ত কল ফ্রি এবং যথারীতি অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্যও হাজার মিনিট পাওয়া যাবে। এবং প্রতিদিন 100 এসএমএস ফ্রি হবে।

তবে টেলিকম বিশেষজ্ঞদের দাবি, 28 দিনের মেয়াদের থেকে 401 টাকার যে নতুন প্ল্যানটি রিলায়েন্স জিও বাজারে এনেছে তা গ্রাহকদের জন্য যথেষ্ট লাভজনক বলে মনে করা হচ্ছে। কারণ 401 টাকার নতুন প্ল্যানে পাওয়া যাচ্ছে ডিজনি প্লাস এবং হটস্টার ভিআইপির মতন অ্যাপ মাত্র 52 টাকা বেশি দিয়ে। অনেক বেশি অফার পাওয়া যাচ্ছে এই প্ল্যানে বলে মনে করা হচ্ছে। আপাতত রিলায়েন্স জিও যে বাজারের অন্য টেলিকম কোম্পানিগুলোকে 10 গোল দিচ্ছে বসিয়ে বসিয়ে তা নিয়ে নিঃসন্দেহ টেলিকম বিশেষজ্ঞরা।

আর সে কথা মাথায় রেখেই টেলিকম বিশেষজ্ঞরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁদের মতে বর্তমান বাজারের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও যেভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসছে বাজারে, তাতে খুব স্বাভাবিকভাবেই অন্যান্য নেটওয়ার্ক কোম্পানি যথেষ্ট চাপে পড়বে। অন্যদিকে গ্রাহকমহলেও রিলায়েন্স জিও যে যথেষ্ট সাড়া ফেলেছে তা জিওর গ্রাহক তালিকা দেখলেই বোঝা যায়। আপাত্ত দেখার জিওর সঙ্গে প্রতিযোগীতায় টিকে থাকতে এবার অন্যান্য টেলিকম কোম্পানীগুলি কি পদক্ষেপ গ্রহণ করে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!