এখন পড়ছেন
হোম > অন্যান্য > কুলি নং ওয়ানের পর এবার আবার রিমেক বানানোর কথা ভাবছেন ডেভিড ধাওয়ান?

কুলি নং ওয়ানের পর এবার আবার রিমেক বানানোর কথা ভাবছেন ডেভিড ধাওয়ান?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহু প্রতিক্ষার পর ক্রিসমাস উপলক্ষ্যে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে কুলি নাম্বার ওয়ানের রিমেক। বস্তুত, এটি ডেভিড ধাওয়ান পরিচালিত সিনেমা কুলি নাম্বার ওয়ানের রমেক, যেটি ১৯৯৫ সালের একটি সুপারহিট ব্লকবাস্টার ছিল। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল গোবিন্দ এবং কারিশমা কাপুরকে।

সেই সিনেমাটি ডেভিড ধাওয়ান রিমেক করেন। যদিও করোনা ভাইরাসের কারণে সিনেমাটি হলে এতদিন মুক্তি পায়নি, তবে শেষমেষ বছরশেষের মুহূর্তে অনলাইনেই সিনেমাটি মুক্তি পায়। তবে এবার সেখানে গোবিন্দ এবং কারিশমা কাপুরের পরিবর্তে অভিনয় করতে দেখা গেছে বরুন ধাওয়ান এবং সারা আলি খানকে।

তবে ছবিটি দেখার পর নেট জনতার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বলেই জানা গেছে। সেখানে বরুণ ধাওয়ান এবং সারা আলি খান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একাধিক মানুষকে বিভিন্ন বক্তব্য রাখতে দেখা গেছে। যার মধ্যে থেকে এক নেটজনতার মতে কুলি নাম্বার ওয়ান এন্টারটেনমেন্ট ভরপুর এবং কিছু কিছু সংলাপ দুর্দান্ত। এক কথায় অনেকে সিনেমাটিকে পুরো প্যায়সা ওয়াসুল বলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেই সঙ্গে বরুণ ধাওয়ানকে কমেডি চরিত্রে অসাধারণ লেগেছে বলেও জানিয়েছেন অনেকে। অন্যদিকে অনেকের মতে, সিনেমাটি এন্টারটেনমেন্ট ভরপুর বলা হলেও ছবিটি দেখতে দেখতে বাস্তবের সঙ্গে যুক্তি মিলবে না বলেই জানিয়েছেন অনেকে। অনেক দর্শক আবার সিনেমাটি একেবারে সময় নষ্ট বলেই মনে করেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনো পর্যন্ত তাঁর দুটি রিমেক হল, জুডোয়া ২ এবং কুলি নং ১। তবে এবার এরইমধ্যে এই সিনেমার পরিচালক নির্মাতা ডেভিড ধাওয়ান তাঁর ৯০এর দশকের ক্লাসিক কমেডি বিবি নং ১-কে পুনর্নির্মাণের পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। বস্তুত, বিবি নং ওয়ান সালমান খান এবং কারিশমা কাপুর অভিনীত ছিল।

একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে যে যেহেতু করোনা পরিস্থিতিতে এতদিন সিনেমা হলগুলো খোলেনি, তাই হল খোলার পরই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন পরিচালক। যদিও এর আগে বরুণ ধাওয়ান নতুন কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু কুলি নং ওয়ান একেবারেই ভালো ফল করতে পারেনি, তাই একটু রয়ে সয়েই পরিচালক পদক্ষেপ ফেলতে চাইছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!