এখন পড়ছেন
হোম > জাতীয় > রিটেলিংয়ে এবার পদার্পণ রিলায়েন্সের, চাপে পড়তে চলেছে অন্য রিটেলিং কোম্পানীগুলি

রিটেলিংয়ে এবার পদার্পণ রিলায়েন্সের, চাপে পড়তে চলেছে অন্য রিটেলিং কোম্পানীগুলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের অন্যতম ব্যবসায়ী সংস্থা হল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই মুহূর্তে রিলায়েন্স কোম্পানি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে বলে মনে করা হচ্ছে। কারণ রিলায়েন্স কোম্পানির মাধ্যমে ভারতে বিনিয়োগ আসতে চলেছে একের পর এক। অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রেও একমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে ভরসাযোগ্য তা আবারও প্রমাণিত। সম্প্রতি রিটেলিং বাজারে রিলায়েন্স পদার্পণ করতে শুরু করেছে। আর সেই উদ্যোগকে আরো বাড়িয়ে তুলতে বেসরকারি কয়টি সংস্থা জেনারেল আটলান্টিক পার্টনার্স রিলায়েন্স রিটেলে 3675 কোটি টাকা লগ্নি করেছে বলে শোনা যাচ্ছে।

রিলায়েন্স রিটেলের 0.84% শেয়ার কিনছে তাঁরা। শুধু আটলান্টিক পার্টনারই নয়, এর আগেও রিলায়েন্স রিটেলে একাধিক বিনিয়োগ এসেছে। যার ফলে এই মুহূর্তে রিলায়েন্স রিটেলের প্রি-মানি ইক্যুইটি ভ্যালু পৌঁছে গেছে 4.28 লক্ষ কোটি টাকায়। গত কয়েক সপ্তাহ রিলায়েন্স রিটেলে বেশ কয়েকটি বড় কোম্পানি লগ্নি করেছে। সব মিলিয়ে 13050 কোটি টাকা লগ্নি হয়েছে মুকেশ আম্বানীর সংস্থায় বলে জানা গেছে। রিলায়েন্স লগ্নিকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলো সিলভার লেক পার্টনার্স, KKR & Co।

রিলায়েন্স রিটেলের 1.75 শতাংশ শেয়ার কিনেছে সিলভার লেক পার্টনার্স এবং KKR & Co কিনেছে 1.28% শেয়ার। ইতিমধ্যেই রিলায়েন্স জিওতে জেনারেল অ্যাটলান্টিক 6598.38 কোটি টাকা লগ্নি করেছে। এ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন, ‘জেনারেল অ্যাটলান্টিকের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বাড়ায় আমি খুবই খুশি। ভারতের রিটেল ব্যবসার মোড় ঘুরিয়ে দেওয়া ও খুচরো ব্যবসায়ী ও গ্রাহক — উভয় পক্ষেরই ক্ষমতায়ন ঘটানোর জন্য এটি বড় পদক্ষেপ।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জেনারেল অ্যাটলান্টিকের সিইও বিল ফোর্ড জানিয়েছেন, ‘দেশের রিটেল সেক্টরের ইতিবাচক পরিবর্তন ঘটাতে মুকেশের নতুন উদ্যোগে সামিল হতে পেরে আমি উচ্ছ্বসিত। ডিজিটাল ইন্ডিয়া মিশনেও জিও প্ল্যাটফর্মের সাহায্যে হাতে হাত মিলিয়ে কাজ করব আমরা।’ এই মুহূর্তে দেশের প্রতিটি বাণিজ্য বিভাগে অংশ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার রিলায়েন্স এর লক্ষ্য রিটেলিং মার্কেটকে এগিয়ে নিয়ে যাওয়া। জিও মার্ট নাম নিয়ে রিলায়েন্স ই কমার্স বাজারে এসেছে।

এবং যথারীতি অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্ট পড়তে চলেছে কড়া চ্যালেঞ্জের মুখে বলে জানা যাচ্ছে। এতদিন পর্যন্ত অ্যামাজন, ফ্লিপকার্ট সহ যেসব কোম্পানি ই-কমার্স ব্যবসায় একচ্ছত্র আধিপত্য করে গেছে, এবার তাঁদেরকে টেক্কা দিতে নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। টেলিকম ব্যবসায় সাফল্যের পাশাপাশি আবারও একটি সাফল্যের সিঁড়ি উত্তরণ করতে চলেছে রিলায়েন্স সে ব্যাপারে নিশ্চিত সবাই। অন্যদিকে ভারতের অর্থনীতিতেও মুকেশ আম্বানীর রিলায়েন্স ইন্ডাষ্ট্রির হাত ধরে আসছে একের পর এক বিনিয়োগ, যা বর্তমানে ভারতীয় অর্থনীতিকেও অক্সিজেন যোগাচ্ছে বলে মনে করছেন আর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!