এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রেশনে দুর্নীতি নিয়ে তৃণমূল মন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপি সাংসদের, জোর চাঞ্চল্য!

রেশনে দুর্নীতি নিয়ে তৃণমূল মন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপি সাংসদের, জোর চাঞ্চল্য!

করোনার মত ভয়াবহ মহামারীর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বিরোধীদের কাছে সরকারের বিরুদ্ধে প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে রেশনে দুর্নীতি। শুধু বিরোধীরা নয়, ইতিমধ্যেই রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালের তরফেও এই বিষয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। আলোচনায় বসতে চেয়ে সরকারকে আবেদন করা হয়েছে। যা নিয়ে কার্যত ঘরে-বাইরে চাপে রয়েছে সরকারপক্ষ। আর এমত একটা পরিস্থিতিতে এবার রেশনে দুর্নীতির অভিযোগ তুলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কড়া ভাষায় আক্রমণ করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

সূত্রের খবর, এদিন শান্তনুবাবু বলেন, “প্রধানমন্ত্রী সারা দেশের জন্য ত্রাণ তথা রেশনের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বাংলায় তা সঠিকভাবে বিলি করা হচ্ছে না। তৃণমূল নেতা এবং কর্মীরাই মানুষের কাছে তা পৌঁছে দিচ্ছেন না। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দীর্ঘদিনের অভ্যাস চালডাল মেরে দিয়ে নিজের পকেট ভরানো। খুব কাছের থেকে আমি ওই ব্যক্তিকে চিনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মানুষের কাছে চাল, ডাল না পৌঁছানোর জবাব খাদ্যমন্ত্রীকেই দিতে হবে বলেও দাবি জানান এই বিজেপি সাংসদ। রাজ্যের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি সাংসদের এই অভিযোগকে ঘিরে এখন রীতিমত শোরগোল তৈরি হল রাজ্য রাজনীতিতে। মহামারীর মত পরিস্থিতিতে যেভাবে রেশনের দুর্নীতি নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল, তাতে এমনিতেই অস্বস্তিতে পড়েছে সরকার।

আর এমতাবস্থায় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে যেভাবে সরব হলেন বিজেপি সাংসদ, তাতে নিঃসন্দেহে জ্যোতিপ্রিয়বাবু কিছুটা হলেও অস্বস্তিতে পড়ল বলেই মত বিশ্লেষকদের। অন্যদিকে রাজ্যে লকডাউন ঠিকমত মানা হচ্ছে না বলেও এদিন সরব হন এই বিজেপি সাংসদ। সব মিলিয়ে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে সোরগোল তুলে দিলেন শান্তনু ঠাকুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!