এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় রেশনে দুর্নীতি! অভিযোগ জানালেন খোদ মমতার হেভিওয়েট মন্ত্রী! বাড়ছে জল্পনা

বাংলায় রেশনে দুর্নীতি! অভিযোগ জানালেন খোদ মমতার হেভিওয়েট মন্ত্রী! বাড়ছে জল্পনা


করোনা মহামারীর মধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থাকতে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম, রেশনের মাধ্যমে সকলের কাছে সঠিক পরিমাণে ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়া। কিন্তু প্রথম থেকেই এই ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধী রাজনৈতিক দলগুলো।

তাদের অভিযোগ, রেশনে ব্যাপক পরিমাণে দুর্নীতি হচ্ছে। মানুষ সঠিক খাদ্য পাচ্ছেন না। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে এতদিন এই অভিযোগ করা হলেও, সরকারের পক্ষ থেকে পাল্টা বিরোধীদের করা সেই অভিযোগ খণ্ডন করা হচ্ছিল‌। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটল এই রাজ্যে।

রেশনে অনিয়ম মেনে নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানালেন রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা স্বপন দেবনাথ। যা নিয়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে বর্ধমান জেলা জুড়ে। সূত্রের খবর, এদিন বর্ধমান শহরের 14 নম্বর ওয়ার্ডের রেশন ডিলার অধীরকুমার দের বিরুদ্ধে জেলাশাসকের কাছে একটি অভিযোগ করেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। আর তারপর থেকেই চরম গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে পূর্ব বর্ধমান জেলার গলসি থেকে শুরু করে আউসগ্রাম, খণ্ডঘোষ থেকে শুরু করে মেমারি, বিভিন্ন জায়গায় রেশনের কোথাও কম জিনিস দেওয়া, আবার কোথাও বা দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। যার ফলে অস্বস্তিতে পড়েছে প্রশাসন। এমনকি খণ্ডঘোষের এক ডিলারকেও পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার পরেও মানুষের পক্ষ থেকে অভিযোগ কমছে না। আর এমতাবস্তায় সাধারণ মানুষের অসুবিধের কথা উপলব্ধি করে জেলা শাসকের কাছে এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিন তিনি বলেন, “অধিকাংশ রেশন ডিলার যে বাটখারা ব্যবহার করেন, তা সঠিক নয়। ওজনে কম দেওয়ার জন্যই বাটখারা ব্যবহার করেন। এই ব্যাপারেও আমরা জেলাশাসককে জানিয়েছি। ডিজিটাল ওয়েট মেশিন কেন ব্যবহার করবেন না তারা!” তবে স্বপন দেবনাথের এই পদক্ষেপ কিছু মানুষের কাছে প্রশংসার হলেও, রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।

বিশেষজ্ঞরা বলছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধীদের দাবিকে প্রতিমুহূর্তে খন্ডন করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী রেশনে দুর্নীতি নিয়ে জেলা শাসকের কাছে যে অভিযোগ জানালেন, তা সরকারের অস্বস্তিকেই বাড়িয়ে দিল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!