এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ফুটবলকে চিরতরে বিদায় জানালেন এই বিশ্বজয়ী মহাতারকা! চোখের জলে ভাসছেন ভক্তরা!

ফুটবলকে চিরতরে বিদায় জানালেন এই বিশ্বজয়ী মহাতারকা! চোখের জলে ভাসছেন ভক্তরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফুটবলের জগতের অন্যতম শ্রেষ্ঠ ইকার ক্যাসিয়াস ফার্নান্দেজ ঘোষনা করলেন পেশাদারী ফুটবল থেকে অবসরের সিধান্ত। বিশ্ব ফুটবলের চিরকালের সেরা গোলকিপার হিসেবে বিবচিত হন এই স্পেনীয় নক্ষত্র। গোল পোস্টের নিচে দাড়ানো ক্যাসিয়াস এক দেওয়াল গড়ে তুলতেন তার অসাধারণ, অবিশ্বাস্য সেভের মাধ্যমে। বিশ্বের তাবড় তাবড় স্ট্রাইকার তার কাছে বারংবার পরাস্থ হোয়েছে। ২০২০ সালের ৪ অগাস্ট, ৩৯ বছর বয়সে তিনি সরে দাড়ালেন পেশাদারী ফুটবল থেকে।

ইকার ক্যাসিয়াস তার পেশাদারী ফুটবল জীবন শুরু করেন রিয়াল মাদ্রিদের হাত ধরে এবং মাত্র ১৯ বছর বয়সে কনিষ্ঠতম গোলকিপার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেন এবং বিজয়ী হন। তার জীবনের বেশিরভাগ সময়ে তিনি খেলেন স্প্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রিয়াল মাদ্রিদের হয়ে ৫ বার লা লিগা, ৩ বার চ্যাম্পিয়ন্স লীগ সহ ক্লাব ফুটবলের সমস্ত মেজর খেতাব জয়ে রয়েছে তার বর্ণময় ফুটবল জীবনে। স্পেনের ২০১০ এর বিশ্বকাপ জয় আসে তারই হাত ধরে। তিনি অধিনায়কত্ব করেন ২০১০ এর সেই দলকে। এছাড়াও দুবার ইউরো কাপ জয়ের খেতাব রয়েছে তার মাথায়।

ক্যাসিয়াস ইন্সটাগ্রামে এক দীর্ঘ আবেগঘন পোস্ট করে তার অবসর এর কথা জানান। তার অবসরের খবর পেয়েই তার প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ এবং তার সতীর্থ তারকারা তাকে শ্রধ্যা জানান ট্যুইট করে।নিতান্তই বলা যায়, বিশ্ব ফুটবলের এই তারকার অবসর যে শূন্যতা সৃষ্টি করবে তা পুরন করা কক্ষনোই সহজ হবেনা। তার জনপ্রিয়তা বিশ্ব ফুটবলের ইতিহাসে উজ্জ্বল হয়ে থেকে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!