আরজিকর কান্ডে ইডির ভূমিকায় চরম ক্ষোভ, বিচারপতির মন্তব্যে ব্যাপক চাপে কেন্দ্রীয় সংস্থা! কলকাতা রাজ্য January 28, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কাণ্ডে একদিকে খুন, ধর্ষণ এবং অপরদিকে সেখানে আর্থিক দুর্নীতির বিষয়ে শুরু হয় মামলা। আর সেই আর্থিক দুর্নীতি নিয়েই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। যার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও অস্বস্তিতে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, এদিন আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি হয়। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, “ইডি তাদের মত তদন্ত করছে। একাধিক মামলায় দেখা গিয়েছে,ইডি চার্জশিট দেয় না, বিচার প্রক্রিয়াও শুরু করে না। ফলে আদালতের নজরদারির প্রয়োজন আছে বলে মনে হয় না।” আপনার মতামত জানান -