আরজিকর কাণ্ডে জোরালো প্রতিবাদ, বাংলা নিয়ে গর্বিত ডোনা গাঙ্গুলী! কলকাতা রাজ্য September 10, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য রাস্তায় নেমেছে। দল, মতের ঊর্ধ্বে উঠে সকলেই বিচারের দাবিতে আওয়াজ তুলছেন। আর বাংলার এই প্রতিবাদ কার্যত মডেল হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের কাছে। ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে গেলে দুবার ভাববে বলেই মনে করছেন সকলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার বাংলার এই প্রতিবাদকে কুর্নিশ জানালেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী ডোনা গাঙ্গুলি। প্রসঙ্গত, এদিন একটি অনুষ্ঠানে উপস্থিত হন ডোনা গাঙ্গুলী। আর সেখানেই তিনি বলেন, “আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি বিচার পাব। কিন্তু সব জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটে। তবে বাংলার মত প্রতিবাদ কি কোথাও হয়? কোথাও হয় না। বাংলা আজকে যে প্রতিবাদ করছেড় এটা সত্যিই আমরা গর্বিত। এই ভাবেই প্রতিবাদ চলতে থাকবে। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি বিচার পাব।” আপনার মতামত জানান -