আরজিকর কাণ্ডে সঞ্জয় কি শুধুই বলির পাঁঠা! খুন ধর্ষণের পেছনে বড় মাথা? অ্যাকশনে সিবিআই! কলকাতা রাজ্য September 21, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কাণ্ডে অনেকেই গ্রেফতার হয়েছেন। প্রথমে কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। পাশাপাশি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি। তবে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে যে, এই ঘটনায় নাকি গণধর্ষণ হয়নি। সঞ্জয় নাকি একাই এই কাজে যুক্ত হয়েছিল। কিন্তু সত্যিই কি তাই? খুন এবং ধর্ষণের ঘটনায় কি একা এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় জড়িত ছিলেন! নাকি তাকে ফাঁসিয়ে দিয়ে অন্য কেউ বাঁচার পরিকল্পনা করছে? এখন সেই রহস্য উন্মোচনেই ব্যস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বর্তমানে আরজিকর কাণ্ডের তদন্তের ক্ষেত্রে মূল বিষয়ে প্রবেশ করতে চাইছে সিবিআই। তাদের একটাই লক্ষ্য, কিভাবে সেই নির্যাতিতাকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, আর কারা কারা এর পেছনে জড়িত ছিলেন! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অনেকেই মনে করছেন, এক্ষেত্রে সঞ্জয় রায়কে হয়ত ফাঁসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে নিখুঁতভাবে সেই নির্যাতিতাকে অত্যাচার করার পর সঞ্জয় রায়কে দিয়ে সেই নির্যাতিতার ওপর ধর্ষণ থেকে শুরু করে খুন করানোর চেষ্টা হয় বলেই অনুমান তদন্তকারীদের। অর্থাৎ এর পেছনে একটা বড় চক্রান্তের প্লট সাজানো ছিল বলেই আশঙ্কা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে সবটাই তাদের অনুমান। তাই এক্ষেত্রে তদন্তকে আরও গভীরভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই। তবে তারা যে আশঙ্কা করছে যে, এক্ষেত্রে সঞ্জয় রায়কে বলির পাঠা করে পেছনে অন্য কোনো মাথা কাজ করেছিল, সেই আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে সেই মাথা হিসেবে কার নাম প্রকাশ্যে আসে, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -