এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আরজিকরে ভাঙচুরের ঘটনায় আরও কড়া পদক্ষেপ, গ্রেপ্তারের সংখ্যা ক্রমশ বাড়ছে!

আরজিকরে ভাঙচুরের ঘটনায় আরও কড়া পদক্ষেপ, গ্রেপ্তারের সংখ্যা ক্রমশ বাড়ছে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে গত ১৪ আগস্ট মহিলারা রাত দখল অভিযানে নামে। গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি রীতিমত তাক লাগিয়ে দেয়। আর সেই দিনই গভীর রাতে আরজিকর মেডিকেল কলেজে প্রচুর দুষ্কৃতীর তান্ডব রীতিমত প্রশ্ন তৈরি করে সকলের মধ্যে। তাহলে কি গোটা ঘটনায় সুবিচার পাওয়ার বদলে তথ্য-প্রমাণ লোপাট করতেই এই সমস্ত দুষ্কৃতীদের পাঠানো হয়েছিল সেই তান্ডব চালানোর জন্য! এই প্রশ্ন তোলেন বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার আরজিকরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হলো আরও তিনজনকে।

সূত্রের খবর, ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনায় প্রায় 40 জনের মত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার আরও তিন জন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। স্বাভাবিকভাবেই সেই ভাঙচুর নিয়ে যখন বিরোধী দল থেকে শুরু করে প্রতিবাদী জনসাধারণ প্রশ্ন তুলছে, তখন গ্রেপ্তারের সংখ্যা ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!