আরজিকরে এখনও অচলাবস্থা, প্রতিবাদেই আস্থা চিকিৎসকদের! কলকাতা রাজ্য August 24, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের নৃশংস ঘটনা সামনে আসার পর এই রাজ্যের মুখ লুকানোর জায়গা পর্যন্ত নেই। যে ঘটনা সামনে এসেছে, তাতে রীতিমত উত্তাল গোটা রাজ্য, গোটা দেশ এবং গোটা বিশ্ব। সকলেই এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রথম দিন থেকে সহকর্মী তরুণী চিকিৎসকের এই নৃশংস মৃত্যুর ঘটনায় প্রতিবাদ শুরু করে দিয়েছেন চিকিৎসকরা। বারবার সরকারের পক্ষ থেকে কর্ম বিরতি তোলার আবেদন করা হলেও লাভের লাভ কিছুই হচ্ছে না। আপাতত যে তারা কর্ম বিরতি থেকে সরে আসবেন না, তা আবার স্পষ্ট করে দিলেন আরজিকরের সেই সমস্ত জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, এখনও আরজিকর মেডিকেলে জুনিয়র চিকিৎসকরা সহকর্মীর এই ধরনের নৃশংস মৃত্যুর ঘটনায় নিজেদের কর্ম বিরতি চালিয়ে যাচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে বারবার সেই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। তবে লাভের লাভ কিছুই হচ্ছে না। এদিকে আরজিকর মেডিকেলের নতুন অধ্যক্ষ যোগদান করলেও পরিস্থিতি কিন্তু সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে জুনিয়ার চিকিৎসকরা যে কর্ম বিরতি চালিয়ে যাচ্ছিলেন, তাতে যে তারা অনড় থাকবেন, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। যার ফলে প্রচন্ড চাপে রাজ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -