এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আরজিকরের প্রতিবাদে এবার আরও এক ক্লাবের অনুদান প্রত্যাখ্যান, জেনে নিন!

আরজিকরের প্রতিবাদে এবার আরও এক ক্লাবের অনুদান প্রত্যাখ্যান, জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনা ঘটার পর থেকেই এবারের দুর্গাপুজো অনেকটাই ফিকে হবে এবং সেভাবে উৎসব হবে না বলে দাবি করছেন আন্দোলন কারীরা। সরকারের পক্ষ থেকে অনুদান পাওয়া ক্লাবের অনেকেই ইতিমধ্যেই সেই অনুদান প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দিয়েছেন। আর এবার সেই তালিকায় নিজেদের নাম যুক্ত করলেন উত্তর ২৪ পরগনার সোদপুরের বোধিকানন ক্লাব।

সূত্রের খবর, এদিন আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর ২৪ পরগনার বোধিকানন ক্লাবের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে তারা এবার পুজো করলেও সরকারের অনুদান নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ নিজেদের প্রতিবাদ জানাতেই এবারের পূজো জাঁকজমক হবে না জন্যেই যে এই ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাদের কথায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!