আরজিকরের দুর্নীতিতে জড়িত তৃণমূল বিধায়ক” গ্রেপ্তারের দাবি তুলে মমতাকে পাকে ফেললেন শুভেন্দু! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য September 13, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য আন্দোলন মুখর হয়ে উঠেছে, ঠিক তখনই বেশ কয়েকটি নাম ঘিরে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। যেখানে গতকালই আরজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই পরিস্থিতিতে সেই সুদীপ্ত রায়কে হেফাজতে নেওয়া উচিত বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন সুদীপ্ত রায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, বিরুপাক্ষ বিশ্বাস, অভিক দে , সুশান্ত রায় এরা একটা রাকেট চালায়। সুদীপ্ত রায় প্রত্যক্ষভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি আরজিকর থেকে সমস্ত মেশিন সিঁথির মোড়ে তার নার্সিংহোমে নিয়ে গিয়েছেন। কাজেই তার বাড়িতে শুধু হানা দিলেই হবে না। আমি মনে করি, তাকে হেফাজতে নেওয়া উচিত।” স্বাভাবিকভাবেই আরজিকরের দুর্নীতি নিয়ে এবার তৃণমূল বিধায়কের নাম জড়িয়ে রীতিমত রাজ্যের মুখ্যমন্ত্রীকে অস্বস্তির মুখে ফেলে দিলেন শুভেন্দুবাবু বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -