আরজিকর নিয়ে চাপ বাড়ছে রাজ্যের, এবার সিবিআই তদন্তের দাবি তুললেন সুকান্ত! কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য August 10, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল আরজিকরে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এখন চারিদিকে বিক্ষোভ প্রতিবাদ ভয়ংকর আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে গতকালই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই একই দাবি করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। প্রসঙ্গত, এদিন এই বিষয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যেভাবে খুন করা হয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর আমার মনে হচ্ছে এটা একজনের কাজ না। আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই। কিন্তু তবুও আমার মত সাধারন মানুষের মনে হচ্ছে যে, কলার বোন যেভাবে ভেঙে গেছে, তাতে এটা একজনের কাজ হতে পারে না। তাই আমরা এই গোটা ঘটনায় সিবিআই তদন্ত চাইছি।” পাশাপাশি পুলিশের ভূমিকায় যে তিনি মোটেই সন্তুষ্ট নন, সেই কথাও উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবেই আরজিকর নিয়ে সিবিআই তদন্তের দাবি ক্রমশ বাড়তে শুরু করেছে। যার ফলে চাপ বাড়ছে রাজ্য সরকারের বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -