এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসকদলের শ্রমিক নেতা নাকি কোটিপতি, কাটমানির অভিযোগে ছড়াল লিফলেট!

শাসকদলের শ্রমিক নেতা নাকি কোটিপতি, কাটমানির অভিযোগে ছড়াল লিফলেট!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টবিধানসভা নির্বাচনের আগে স্বজনপোষণ, দুর্নীতি এই সমস্ত কিছুর বেড়াজাল তৃণমূলকে একেবারে বেষ্টন করে ফেলেছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের ছোট বড় মেজো নানা নেতার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ। অনেক ক্ষেত্রে শাসক দলে থাকার সুবাদে নেতারা তাদের সম্পত্তি বৃদ্ধি করে নিলেও, মানুষের সুবিধাকৃত প্রকল্পের টাকা আত্মসাৎ করছে বলেও দাবি করছেন বিরোধীরা।

সাম্প্রতিককালে ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণের অর্থ নিয়ে তৃণমূলের নানা পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দলের অন্দরে সরব হয়েছেন অনেকেই। পরিস্থিতি আয়ত্তে আনতে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ঘাসফুল শিবির। কিন্তু কিছুতেই কোনো কিছু কাজ হচ্ছে না। এবার ভয়াবহ দুর্যোগে সাহায্যের নাম করে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রশিদ ছাড়াই টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠল।

ইতিমধ্যেই তৃণমূলের শ্রমিক নেতা শংকর জানা এবং তার সহযোগী বকুল তুঙ্গর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ উঠেছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগ তুলে তাদের নামে এলাকায় লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। আর এতেই ব্যাপক চাপে পড়েছে শাসক দল।

প্রসঙ্গত উল্লেখ্য, হলদিয়ায় আদানী শিল্প সংস্থার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি একদম শীর্ষে রয়েছে নেই শংকর জানা 9 বছর আগে তাদের আর্থিক সংকট চরমে ছিল কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই শংকর বাবু এবং তার সহযোগী বকুল বাবুর সম্পত্তি বৃদ্ধি হতে শুরু করে এখন তারা বলতে গেলে কোটিপতি।

স্বাভাবিকভাবেই শাসক দলে যোগ দেওয়ার পরেই তারা কিভাবে কোটিপতি হলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এলাকায়। আর এবার সেই দুই নেতার বিরুদ্ধে লিফলেট ছড়িয়ে দিয়ে তাদের দুর্নীতি ফাঁস করা হল। কিন্তু কে বা কারা এই লিফলেট ছড়াল? জানা গেছে, আদানি শ্রমিক বৃন্দের নাম করে সেই লিফলেটে প্রচার করা হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের এই নেতা এবং তার সঙ্গীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা প্রদীপ বিজলি বলেন, “তৃণমূলের নেতারা হলদিয়া প্রত্যেকটি শিল্প সংস্থার কাটমানি নিয়ে দাদাগিরি করেন। শ্রমিকদের দীর্ঘদিনের চাকরি যাবে বলে প্রকাশ্যে তারা বলতে পারছেন না। তাই এই লিফলেট।” এদিকে গোটা ঘটনায় তৃণমূল যে ব্যাপক চাপে পড়েছে, তা তাদের বক্তব্যেই পরিষ্কার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে আইএনটিটিইউসির পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি শিবনাথ সরকার বলেন, “লিফলেট প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করব না। যদি কারো নির্দিষ্ট অভিযোগ থাকে, দলে রীতিনীতি মেনে অভিযোগ করুক।” কিন্তু যাকে নিয়ে এত কিছু সেই শঙ্কর জানা ঠিক কি বলছেন? তার বিরুদ্ধে যেভাবে লিফলেট ছড়ানো হল, তাতে কি তিনি অস্বস্তিতে পড়লেন না?

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “সমস্ত মিথ্যা অভিযোগ। বিজেপি চক্রান্ত করে কুৎসা ছড়াচ্ছে।” কিন্তু বিজেপির পক্ষ থেকে যদি অভিযোগ করা হয়, তাহলে তো বিজেপি নিজেরাই নিজেদের প্রতীক এবং পোস্টার নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামবে! সেক্ষেত্রে আদানি শ্রমিকবৃন্দের নাম করে লিফলেট চুপিসারে কেন বিজেপি ছড়িয়ে দেবে?

বিশেষজ্ঞদের মতে, আসলে তৃণমূলের এই দুই নেতার ব্যাপক সম্পত্তি বৃদ্ধি এবং তাদের দুর্নীতি সহ্য করতে পারছেন না তৃণমূলের অনেকেই। তাই শ্রমিকদের অনেকে ব্যাপারে চুপিসারে শ্রমিক সংগঠনের নাম দিয়ে দুই তৃণমূল নেতার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।

যাকে হাতিয়ার করে এবার বিরোধীরা ময়দানে নামলে, তৃণমূলের অস্বস্তি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলেই দাবি করছে রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শাসকদলের নেতাদের দুর্নীতি লিফলেটের আকারে ছড়িয়ে পড়ায় তৃণমূল কিভাবে তা সামাল দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

এই সেই বিতর্কিত লিফলেট।
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!