এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রিগিং করে উপনির্বাচন জেতা যায়। মানুষের মন জেতা যায় না-প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে বিস্ফোরক দিলীপ

রিগিং করে উপনির্বাচন জেতা যায়। মানুষের মন জেতা যায় না-প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে বিস্ফোরক দিলীপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পেট্রোপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধি রুখতে পেট্রোপণ্যের উপর এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে কাছে আর্জি জানানো হয়েছিল, পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেবার। অনেক রাজ্য সে পথে হাঁটলেও, তৃণমূল সরকার তা করেনি। পেট্রোপণ্যের উপর ভ্যাট কমাবার দাবি জানিয়ে আজ কলকাতায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। কিন্তু এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপির তীব্র বচসা বাধে। এই মিছিলে যোগদান করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর এই মিছিল থেকে প্রবল কটাক্ষ করেছেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে।

তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষকে গরিব করে রেখেছেন। তাই কেন্দ্র রেশন বন্ধ করে দিতেই পশ্চিমবঙ্গে হাহাকার উঠেছে। অন্য কোন রাজ্যে এই জিনিস দেখা যায়নি। বাংলার মানুষ ভোট দিয়েছেন তৃণমূলকে। তার জন্য কি বেশি দামে পেট্রোল, ডিজেল কিনতে হবে? এমন তো কথা ছিল না। বিজেপি কখনো চুপ করে বসে থাকবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ আরও জানালেন যে, দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। এদেশের মানুষকে সুবিধা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ কারণে তেলের দাম কমে গেছে। নরেন্দ্র মোদিকে তিনি কোটি কোটি ধন্যবাদ জানাতে চান। লকডাউনের এত কষ্টের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছেন দেশের মানুষ। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কেউ যাননি। তিনি জানালেন, রিগিং করে উপ নির্বাচনে জেতা যায়। কিন্তু মানুষের মন কখনোই জেতা যায় না। দেশের ৭০ ভাগ মানুষ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

তৃণমূলকে ফের কটাক্ষ করে দিলীপ ঘোষ জানালেন যে, দিদিমনির এক ভাই কেন্দ্রের কাছে চিঠি লিখে জানিয়েছেন যে, দয়া করে রেশন বন্ধ না করতে। কিন্তু এই মুখ্যমন্ত্রীই তো এক সময় বলেছিলেন যে, আজীবন তিনি রেশন দেবেন। এখন প্রধানমন্ত্রী বলছেন, দেশের সংকট কেটে গেছে, মানুষের হাতে পয়সাও এসে গেছে, তাই বিনামূল্যে আর রেশন দেয়া হবে না। তাহলে মুখ্যমন্ত্রী ভাইয়েরা কেন চিঠি লিখছেন? কারণ প্রধানমন্ত্রী টাকায় এতদিন ফুটানি করেছেন মুখ্যমন্ত্রী।তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ জানালেন, যারা গণতন্ত্রের পূজারী, ত্রিপুরাকে নিয়ে যারা এত প্রতিবাদ করছেন, তারা এখানে এসে গণতন্ত্রটা দেখিয়ে যান। তাদেরকেও জায়গা দেয়া হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!