এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নতুন ইনিংস শুরু সিপিএমের বহিস্কৃত রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

নতুন ইনিংস শুরু সিপিএমের বহিস্কৃত রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের


এই মুহূর্তে রাজ্য-রাজনীতির অন্যতম বিতর্কিত মুখের নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই ‘প্রাক্তন’ বাম নেতার উত্থান উল্কার গতিতে। রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় সমালোচক দ্রুত হয়ে ওঠেন সিপিএমের রাজ্যসভার সাংসদ। কিন্তু তারপর নারীঘটিত ব্যাপারে নাম জড়িয়ে সম্মুখীন হন দলীয় তদন্তের, আর তদন্তের শেষে তাঁর দল তাঁকে বহিস্কার করে। ফলে তিনি বর্তমানে রাজ্যসভায় ‘নির্দল’ সাংসদ। কিন্তু এরপর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সমালোচক’ থেকে হয়ে ওঠেন সবথেকে বড় ‘প্রচারক’, মুখ্যমন্ত্রীর একাধিক কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে দেখা যায় তাঁকে। এমনকি মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম থেকে শুরু করে একান্তে বৈঠক সবই করেন এক সময় দিল্লির বুকেই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থার অভিযোগে জড়িয়ে পড়া প্রাক্তন এসএফআই নেতা।

তারপর থেকেই জল্পনা চলছিল যে শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগদান নাকি সময়ের অপেক্ষা, এমনকি আগামী লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন। সম্প্রতি সেই জল্পনায় যোগ হয়েছে আগামী ২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকেই তিনি ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে পারেন। এই রাজনৈতিক ঘটনাপ্রবাহের মাঝেই একদম অন্য ভূমিকায় ধরা দিলেন রাজ্যসভার সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ময়দানের বাইরে এবার অভিনেতা হিসাবে পাওয়া যাবে তাঁকে। বাবা-ছেলের সম্পর্ক নিয়ে তৈরী স্বল্প দৈর্ঘ্যের ছবি সার্কল-এ ছেলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। দেবজিত্‍ লাহিড়ি পরিচালিত এই ছবির গল্প এতই ভালো লেগে যায় তরুণ সাংসদের যে একদম বিনা পারিশ্রামিকেই কাজ করতে রাজি হয়ে যান। চন্দননগর এবং চুঁচুড়া জুড়ে এই ছবির শুটিং হয়েছে, তবে ওয়েব-দুনিয়ার জন্য বানানো এই ছবিটি এখনো অনলাইনে আপলোড করা হয় নি, শুধুমাত্র তার টিজার দেখতে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে, ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে পাঠানোর পরিকল্পনা করছেন নির্মাতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!