এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা-অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার, ঋতব্রতর তৃণমূলে যোগ নিয়ে জল্পনা চরমে

মমতা-অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার, ঋতব্রতর তৃণমূলে যোগ নিয়ে জল্পনা চরমে


গতকাল দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ এ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী বৃহত্তর মহাজোট গঠন করাই তাঁর পাখির চোখ। এই প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে রাতে তাঁর আত্মীয় তথা দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাউথ অ্যাভিনিউ-এর ফ্ল্যাটে সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখা করতে আসেন। দুজনের মধ্যে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। অন্যদিকে, সূত্রের খবর দিনের বেলায় সংসদের সেন্ট্রাল হলে বর্তমানে তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এর আগে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে সংসদে সরব হতে গেছে সিপিএমের বহিস্কৃত সাংসদকে। আর এবার এই দুই দীর্ঘ আলোচনাই যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও ঋতব্রতবাবু নিজে জানিয়েছেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লি এসেছিলেন, তাই প্রণাম করতে এসেছিলাম। সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাত্‍কার। তবে দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রীকে হেনস্থা করার জন্য যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপর এতদিন তৃণমূল কর্মী-সমর্থকরা রাগে ফুঁসত, তাঁর সঙ্গেই তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতার এই দীর্ঘ বৈঠক জল্পনা চরমে নিয়ে যাচ্ছেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!