এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের


গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী সফর কালে বহিঃস্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের প্রেক্ষীতে ঋতব্রত বাবু এখন পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয়তার সাথে পশ্চিমবঙ্গের প্রাপ্য নানা অধিকারের দাবিতে সংসদে সওয়াল জবাব করেন। সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে জানতে চেয়েছিলেন ,”২.৪ লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ কি কেন্দ্র মাফ করে দিয়েছে?” উল্লেখ্য ২০১৪-১৫ থেকে সেপ্টেম্বর ২০১৭ সালের মধ্যে এত টাকা কেন্দ্র বিভিন্ন কর্পোরেট সংস্থাকে ঋণ হিসাবে দিয়েছিল। এই প্রশ্নের ভিত্তিতে কেন্দ্র একটি রিপোর্ট দিয়েছে ঋতব্রতবাবুকে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই রিপোর্টের কপি হাতে নিয়ে কেন্দ্রের কাজের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। ঋতব্রত বাবুর করা সওয়ালের জবাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্লা বললেন, “এটা সত্যি যে ২০১৪-১৫ আর্থিক বছর থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২ লক্ষ ৪১ হাজার ৯১১ কোটি টাকা ঋণ তাদের নথিতে উল্লেখ করেনি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি।” নিজের উত্তরের সপক্ষে যুক্তি দিতে গিয়ে শিব প্রসাদ শুক্লা বললেন, “এই ধরনের ঋণ মাফ করা ব্যাঙ্কগুলির দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। ব্যালান্স শিট পরিষ্কার রাখতে ব্যাঙ্কগুলি এই ধরনের পদক্ষেপ করে। তাই ওই অনাদায়ী ঋণের উল্লেখ আলাদা করে করা হয়নি।” আর এই প্রসঙ্গকে উত্থাপন করেই মুখ্যমন্ত্রী বললেন, “যেখানে সারা দেশের কৃষকরা ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছে, আত্মহত্যা করছে, সেখানে কেন্দ্র সরকার তাদের ঋণমকুবের কথা ভাবছে না। বদলে রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসেটগুলিকে উল্লেখ করা হয়নি। কর্পোরেটদের ২.৪ লক্ষ টাকা ঋণ মকুব করে দেওয়া হয়েছে। এটা ভাবা যাচ্ছে না। সরকার সবকিছু গোপন রাখছে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী যাদের ঋণ মুকুব করা হয়েছে কেন্দ্রের কাছে তাদের নাম প্রকাশের দাবি করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!