এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সৌমিত্রবাবুকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার না করে কেন শাহরুখ খানকে করা হল? প্রশ্ন তুললেন দিলীপ!

সৌমিত্রবাবুকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার না করে কেন শাহরুখ খানকে করা হল? প্রশ্ন তুললেন দিলীপ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি বহিরাগত বা বিজেপি হিন্দু-মুসলমান এই নিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে এই অভিযোগ তুলে বিজেপিকে কটাক্ষ করতে দেখা গিয়েছিল রাজ্যের শাসকদলকে। বস্তুত, নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্ব ভার নিতে বিজেপি যে সমস্ত মানুষদের নিয়োগ করেছেন, তারা বস্তুত অন্য রাজ্যের লোক হিসেবেই পরিচিত। আর সেখানেই তৃণমূলের নেতা মন্ত্রীদের প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল যারা বাংলার মানুষ নন, তারা বাংলার সংস্কৃতি বুঝবেন কি করে।

সেক্ষেত্রে তাদের বহিরাগত বলে উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে হিন্দু ধর্মের ওপর জোর দেওয়াকে কেন্দ্র করে বিজেপির সাম্প্রদায়িকতার প্রশ্নই বারবার উঠে এসেছিল রাজনৈতিক দলগুলির কথায়। তবে এবার এই বিষয় নিয়েই নতুন করে পাল্টা তৃণমুলকেই আক্রমণ করতে দেখা গেল দিলীপ ঘোষকে।

সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘ অসুস্থতার পর মারা গিয়েছেন। সেখানে দীর্ঘ অসুস্থতার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খবর নিয়েছেন এবং তাঁর পরিবারের প্রতি সমস্তভাবে সাহায্য করার আশ্বাস বাণীও দিতে শোনা গিয়েছিল তাঁকে। অন্যদিকে, তিনি মারা যাবার পর তাঁকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু এখানেই তৃণমূলের নিন্দা করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ব্যাপারে অভিযোগ করে বিষয়টি নিয়ে দিলীপ ঘোষ জানান, “সৌমিত্রবাবু এখন অসুস্থ ছিলেন। কিন্তু তিনি তো আগে সুস্থই ছিলেন। তাহলে তখন তাঁকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার না করে শাহরুখ খানকে করা হল কেন?”

তাঁর কথায়, “তিনি কি তাহলে বহিরাগত নন?” আর এখানেই তিনি বলেন, এরকম একজন কৃতি বাঙালিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা উচিত ছিল তৃণমূল সরকারের। কিন্তু সেখানে শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা কি তবে ধর্মীয় পরিচয় বড় করে দেখানোর জন্যই। আর এই কথার পরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরেই সংখ্যালঘু সম্প্রদায়ের সিংহভাগ ভোট তাদের দিকেই গেছে। সেইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মুখ্যমন্ত্রী নানা প্রকল্পের ঘোষণাও করেছেন। যা নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরেই প্রতিবাদ করে এসেছে।

আর এই বিষয়টিকে নিয়েই কার্যত তৃণমূল সরকার রাজ্যে ধর্মীয় মেরুকরণ তৈরি করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, যদিও অভিনেতার পরিবারের তরফ এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও বিধানসভা নির্বাচনের আগে যেখানে সাম্প্রদায়িক বিভেদ নিয়ে বিজেপিকে তৃণমূল কাঠগড়ায় তুলেছিল, সেখানে দিলীপ ঘোষ এই কথা বলে উল্টে তৃণমূলকেই সাম্প্রদায়িক মেরুকরণের কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!