এখন পড়ছেন
হোম > জাতীয় > আরো ভয়াবহ দেশের সার্বিক করোনা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড

আরো ভয়াবহ দেশের সার্বিক করোনা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সপ্তাহ থেকেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। গতকাল দেশের করোনা সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যায়। গত ২৪ ঘন্টায় আবার ৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল দেশের মোট করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩২ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। যা এযাবতকালে কোনদিন ঘটেনি। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ২২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারালেন করোনায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনাতে মৃত্যু হয়েছে ২২৬৩ জন মানুষের। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১,৯৩,২৭৯ জন ৷ অন্যদিকে এখনো পর্যন্ত দেশে করোনার ভ্যাকসিন দেয়া হল ১৩ কোটি ৫৪ লক্ষ ৭৮ হাজার ৪২০ জন মানুষকে।

সম্প্রতি দেখা যাচ্ছে, করোনা আক্রান্তদের মধ্যে ৬০% হলেন ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। বিশেষজ্ঞরা বলেছেন, এই বয়সের মানুষদের নানা প্রয়োজনে ঘরের বাইরে বেরোতে হয়, তারা কখনোই ঘরে থাকতে পারেন না, এ কারণেই তাদের করোনা আক্রান্তের সংখ্যা বেশি। তবে, এই বয়সের মানুষের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তুলনায় কম। এবার এই বয়সের মানুষদের দ্রুত করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!