এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আরো একবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রে দিলীপ ঘোষ, চাপানউতোর তুঙ্গে

আরো একবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রে দিলীপ ঘোষ, চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বরাবরই বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। একুশের বিধানসভা নির্বাচনের আগেও তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যেভাবে বারমুডা মন্তব্য করেছিলেন, কিংবা রাজ্যের শিল্পীগোষ্ঠীর উদ্দেশ্যে রগড়ে দেব মন্তব্য করেছিলেন, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। এরপর সময় অনেকটাই গড়িয়ে গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির পরাজিত হয়েছে তৃণমূলের কাছে। কিন্তু তাতেও দিলীপ ঘোষের বাক্যবাণের কোন খামতি নেই। আরো একবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করলেন।

আর তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে জোরদার সমালোচনা। বিতর্কের শুরু তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের একটি মন্তব্য থেকে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় গতকাল বিজেপি ছেড়ে দিয়েছেন। আর তাই নিয়ে সায়নী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোনো মহিলার পক্ষে বিজেপিতে থাকা কোনোভাবেই সম্ভব নয়। কারণ বিজেপি নারীবিদ্বেষী দল। আর এই জায়গা থেকে দিলীপ ঘোষ সায়নী ঘোষকে পাল্টা জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি সরাসরি সায়নীকে আক্রমণ করে বলেন, সায়নী ঘোষ নিজেকে কি পুরুষ মনে করেন? দিলীপ ঘোষ দাবি করেছেন, বিজেপিতে মহিলারা যথেষ্ট সম্মান পান। কিন্তু তৃণমূলের মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মহিলা ভাবেননা। কার্যত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরুষ হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু দলের অন্যান্যদের তিনি মহিলা বলে মন্তব্য করেছেন। আর দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দিলীপ ঘোষ নিজের নারীবিদ্বেষী মানসিকতা থেকেই এ ধরনের মন্তব্য করেছেন। পরে অবশ্য তিনি এটাও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিকে কিন্তু শেষমেশ স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। কুনাল ঘোষের বক্তব্যের পাল্টা এখনো পর্যন্ত দিলীপ ঘোষ কোন মন্তব্য করেননি। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে যে রাজ্যজুড়ে জল্পনা বেড়ে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। দিলীপ ঘোষ এবার কি বলেন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!