এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রশাসনের উপর আস্থা না রেখেই এবার রাস্তা তৈরিতে নামলেন গ্রামবাসীরা

প্রশাসনের উপর আস্থা না রেখেই এবার রাস্তা তৈরিতে নামলেন গ্রামবাসীরা

রাজ্যের উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি শাসকদলের কিন্তু সেই দাবিকে নস্যাৎ করলেন বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি রুপাহাট থেকে বালিপুকুর ৫ কিলোমিটার রাস্তা র কোনো ব্যাবস্থা করা হয়নি। প্রশাসনকে বার বার আবেদন করা হলেও কোনো লাভ হয়নি। আর তাই বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা আর প্রশাসনের ওপরে ভরসা করতে না পেরে বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় মানুষ সংশ্লিষ্ট এলাকার রুপাহাট থেকে বালিপুকুর অবধি প্রায় ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ লাগালেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সকাল থেকে এলাকাবাসী ঐ রাস্তা নির্মানের কাজে অংশ নেয়। এমনকি গ্রামবাসী এই রাস্তা নির্মাণের কথা প্রকাশ্যে আসতে জানালেন আগামী দিনেও প্রশাসনের উপর ভরসা না রেখে নিজেদের কাজ নিজেরাই করবেন। উল্লেখ্য এতদিন অবধি বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত ছিলো বাম শিবিরের শাসনাধীন। এই বছরের পঞ্চায়েত নির্বাচনে ঐ পঞ্চায়েতে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে রুপাহাট থেকে বালিপুকুর ৫ কিলোমিটার রাস্তা এই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। রাস্তাটি দীর্ঘ দিন ধরেই বেহাল হয়ে রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত , ব্লক প্রশাসনে বারবার আবেদন করা সত্ত্বেও তাদের তরফ থেকে এই আবেদনে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই এলাকাবাসীরা নিজেদের প্রয়োজনীয় কাজ নিজেরা ঐক্যবদ্ধ ভাবে করে নিলো বলে জানা যাচ্ছে। এদিকে এই নিয়ে বামেদের অভিযোগ তাদের হাতে এই পঞ্চায়েত থাকলেও কিছু করার ছিল না। বার বার আবেদন করা স্বত্তেও কোনো ব্যাবস্থা নেয়নি প্রশাসন। তাদের দাবি প্রতিহিংসার রাজনীতি হয়েছে ,অন্যদিকে সব অভিযোগ নস্যাৎ করে শাসকদলের তরফ থেকে জানানো হয়েছে যে তারা টাকা পাঠালেও কোনো কাজ হয়নি। বামেরা তৃণমূল সরকারকে বদনাম করার জন্য রাস্তা তৈরী করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!