এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রোড শো করতে গিয়ে আবারও হামলার মুখে মুকুল, কৈলাশ – সরব গেরুয়া শিবির

রোড শো করতে গিয়ে আবারও হামলার মুখে মুকুল, কৈলাশ – সরব গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা রাস্তায় বেরুলেই তাঁদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে। কিছুদিন আগে ডায়মন্ড হারবার যাওয়ার পথে কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। তাই নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের চলছে। কিন্তু সেই টানাপোড়েনের মধ্যেই আবারও একই ঘটনা উঠে এলো আজকে কলকাতার রোড শো থেকে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের অস্থায়ী সভামঞ্চ থেকে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়কে লক্ষ্য করে উড়ে এসেছে জুতো, ঢিল।

আর এই নিয়ে তেতে উঠেছে বাংলার রাজনৈতিক মহল। আজ বিজেপির মেগা রোড শো নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে তীব্র জল্পনা। এই রোড শোতে থাকার কথা ছিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যাযয়ের। বলতে গেলে তাঁদেরকেই বিজেপি নেতৃত্ব মিছিলের প্রধান মুখ হিসেবে আনতে চেয়েছিল। কিন্তু বরাবরের মতো এবারেও দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় হয়ে যান একেবারে মোক্ষম সময়ে শোভন-বৈশাখী। তাই নিয়ে অস্বস্তি কাটতে না কাটতেই গেরুয়া শিবিরের মিছিলের ওপর আবার আক্রমণ।

এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে বিজেপি। আর এই অভিযোগের আঙুল উঠেছে যথারীতি রাজ্যের শাসকদলের দিকে। কিন্তু তৃণমূল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তবে এদিন উত্তেজনা চরমে ওঠার আগেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। গার্ড রেল দিয়ে তৃণমূলের করা অস্থায়ী মঞ্চ ঘিরে দেওয়া হয় বলে জানা গেছে। অন্যদিকে আজকের রোড শো নিয়ে শুরু থেকেই চলছিল নানান অশান্তি। প্রথমে বিজেপির তরফ থেকে একরকম রুট ম্যাপ তৈরি হয়। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় সেই রোডম্যাপ বদলাতে হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রেও কিছু পরিবর্তন আসে। ঠিক হয় বাইকে নয়, পদযাত্রা হবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। আর এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। মিছিল থেকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি বিজেপির তরফ থেকে তুলে ধরা হবে জনসমক্ষে। অন্যদিকে বিজেপির রোড শো কর্মসূচিতে পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে ইতিমধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে রীতিমতো কড়া মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়। রাজ্যে বিরোধীরা কোন কিছু করতে গেলে অনুমতি মেলেনা বলে অভিযোগ উঠেছে।

সবমিলিয়ে আজকের বিজেপির দলীয় কর্মসূচী নিয়ে রীতিমত উত্তেজনা তৈরী হল। রাজ্যজুড়ে যে অশান্তির পরিবেশ তৈরী হয়েছে সেওভিযোগ আবার উঠলো গেরুয়া শিবিরের ওপর হামলার কারণে। তবে গেরুয়া শিবিরের আজকের রোড শো কতটা সাফল্য লাভ করলো তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। বিশেষজ্ঞদের মতে, এই মিছিলের লক্ষ্য ছিল পুরসভা নির্বাচনের মুখ হিসেবে শোভনের আবির্ভাব। কিন্তু শেষমুহুর্তে শোভনের নিষ্ক্রিয়তা গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ালো। অন্যদিকে মুকুল-কৈলাশের ওপর হামলার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতারা যে সরব হবেন সে কথা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!