এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রোড শোতে অনুমতি না মেলায় বিক্ষোভ বিজেপির, থানা ঘেরাও! উত্তপ্ত এলাকা!

রোড শোতে অনুমতি না মেলায় বিক্ষোভ বিজেপির, থানা ঘেরাও! উত্তপ্ত এলাকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দামামা বাজতে না বাজতেই বিভিন্ন জায়গায় শাসক বনাম বিরোধীদের সংঘর্ষ সামনে আসতে শুরু করেছে। এক্ষেত্রে বেশিরভাগ সময় বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, শাসকদলের পক্ষ থেকে তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আর এবার রোড শো এর জন্য অনুমতি না পাওয়ায় রীতিমত থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, রবিবার সকালে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি রোড শো করার কথা ছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। আর তার প্রতিবাদেই বিজেপি নেতা কর্মীরা এদিন দত্তপুকুর থানা সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ রবিবার আমডাঙার বিজেপি প্রার্থীর সমর্থনে সন্তোষপুর থেকে শংকর কাছে পর্যন্ত 6 কিলোমিটার রোড শো করার কথা ছিল। যেখানে উপস্থিত হওয়ার কথা ছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের। কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে তাদের এই রোড শোতে অনুমতি দেওয়া হয়নি। আর তারপরই পুলিশের বিরুদ্ধে সরব হয়ে দত্তপুকুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই বিজেপির এই বিক্ষোভের জেরে রীতিমত অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের মধ্যে প্রচার প্রক্রিয়ায় বাধা সহ একাধিক ছোটখাটো ঘটনা এমনিতেই সামনে আসতে শুরু করে। তবে এবারের নির্বাচনে যাতে কোনোরুপ অশান্তি না হয়, তার জন্য প্রথম থেকেই কঠোর নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও বিজেপির রোড শো তে বাধা দেওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যেখানে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে তোলা হল পক্ষপাতিত্বের অভিযোগ।

এমনিতেই রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করে বিরোধীরা। কিন্তু নির্বাচনের সময় সমস্ত প্রক্রিয়া চলে যায় কমিশনের হাতে। সেক্ষেত্রে কমিশনের নির্দেশ মত কাজ করতে হয় পুলিশ প্রশাসনকে। কিন্তু তার মধ্যেও যেভাবে বিজেপির পক্ষ থেকে রোড শো করার অনুমতি না পেয়ে থানা ঘেরাও করা হল, তাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!