এখন পড়ছেন
হোম > অন্যান্য > রবিঠাকুরের হাত ধরে স্বাধীনতা দিবসে ভক্তদের কি অনন্য উপহার দিলেন অনির্বাণ ভট্টাচার্য্য?

রবিঠাকুরের হাত ধরে স্বাধীনতা দিবসে ভক্তদের কি অনন্য উপহার দিলেন অনির্বাণ ভট্টাচার্য্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে শোনা গিয়েছিল, তথাকথিত আমাদের জানা গোয়েন্দাদের টেক্কা দিতে বাজারে আসছেন এক নতুন গোয়েন্দা। না ফেলুদা বা ব্যোমকেশের মত নন। প্রাচীন কলকাতার আদি বাঙালিয়ানার চাপ রয়েছে যাঁর মধ্যে। কাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাই ‘হইচই’ নামের একটি মুভি ওয়েবসাইটে তিনি আত্মপ্রকাশ করেছেন।

নাম? মহিমচন্দ্র। কি চিনতে পারছেন না? এমন গালভরা নাম শোনেন নি নাকি! তাহলে একটু খোলসা করে বলা যাক। ফেলুদা বা ব্যোমকেশ কে তো আমরা সবাই চিনি। সেখানে নতুন মিতিন মাসী বা অর্জুন গোয়েন্দারও বেশ নাম আছে। তবে এই মহিমচন্দ্রের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে। হ্যাঁ সেই রবি ঠাকুর, যাঁর লেখায় স্থান পায়নি এমন বিষয় নেই। আমাদের সাহিত্যের প্রতিটা কোনাই পেয়েছে তাঁর স্বর্ণ স্পর্শ।

সেই রবি ঠাকুরের লেখা অবলম্বনেই জয়দেব মুখোপাধ্যায় পরিচালনা করেছেন ‘ডিটেকটিভ’ নামের এই সিনেমাটি। যেটি কিনা গতকাল ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। অভিনয় রয়েছেন আমাদের সকলের পছন্দের অনির্বাণ ভট্টাচার্য্য, যাকে দেখতে দেখতে ভুলে যেতে হয় আদৌ তিনি অভিনয় করছেন নাকি আমরা বাস্তব ঘটনা দেখছি। সঙ্গে যোগ্য স্ত্রীর ভূমিকায় তাঁকে যোগ্য সঙ্গত করেছেন ঈশা সাহা। এছাড়া শ্রীতমা, সাহেব ভট্টাচার্য, আম্বরিশ ভট্টাচার্য ও যথেষ্ট ভালো অভিনয় করেছেন। ছবির সংলাপ লিখেছেন সৌগত বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ছবিটি দেখতে দেখতে বারবার দর্শক ফিরে যান পুরনো কলকাতার আঙিনায়। যেখানে ইতিহাসের পাতা থেকে উঠে আসে স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলনের ছবি। আর সঙ্গে ভেসে আসে জয় সরকারের তত্ত্বাবধানে রবি ঠাকুরের সুর। তবে সেই সময়কার বাঙালি যে কিনা এরই মধ্যে রহস্যের সমাধানে হয়ে উঠেছে অনন্য।

তবে প্রায় ২ ঘণ্টা ধরে আপনি যাকে দেখছেন সে আদৌ প্রচলিত এই ডিটেকটিভ দের মধ্যে থেকে কতটা আলাদা হতে পারলেন, তা বিচার করবেন আমি নয়, আমাদের দর্শকরা। তাই নতুন ডিটেকটিভ কি কামাল দেখায় তার দেখার সুযোগ হাতছাড়া করবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!