এখন পড়ছেন
হোম > খেলা > বাংলাদেশ ম্যাচে রোহিত শর্মা গড়লেন একের পর এক নজির, পুরোটা জানলে চমকে যাবেন

বাংলাদেশ ম্যাচে রোহিত শর্মা গড়লেন একের পর এক নজির, পুরোটা জানলে চমকে যাবেন


এবারের বিশ্বকাপে শুরু থেকেই ছন্দে বিরাট-বাহিনী। কিন্তু মাত্র ৪৮ ঘন্টা আগেই ইংল্যান্ডের সঙ্গে টুর্নামেন্টের প্রথম হারের স্বাদ পাওয়ার পর, গতকালের বাংলাদেশ ম্যাচ একটু চাপে থেকেই শুরু করতে হচ্ছিল ভারতকে। কিন্তু, ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা, সমর্থকরা যাঁকে ভালোবেসে ডাকেন ‘হিটম্যান’ বলে ডাকেন। হিটম‍্যানের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এবছর ও আইপিএল জিতেছে।

আইপিএলে যেমন ভাল ফর্মে ছিলেন তিনি তেমন সেই ভাল ফর্ম তিনি ধরে রেখেছেন বিশ্বকাপেও। মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই দুরন্ত ছন্দে আছেন বিশ্বকাপে। দক্ষিন আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে বেশ কিছু নজির গড়লেন তিনি। ভারতের সেমিফাইনালে যাওয়ার দিনে, ভারতীয় সমর্থকদের আনন্দ যা বেশ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন শতরানের ফলে এক বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসাবে সর্বাধিক চারটে শতরানের রেকর্ড করলেন শর্মাজি। প্রসঙ্গত, এর আগে সৌরভ গাঙ্গুলি এক বিশ্বকাপে সর্বাধিক তিনটে শতরান করেছিলেন ভারতের হয়ে। আজকে ৯২ বলে ১০৪ রান করে সৌরভকে টপকে যান তিনি। আর সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলেন এক বিশ্বকাপে সর্বাধিক ৪ টি শতরান করা শ্রীলঙ্কার প্রাক্তনী কুমার সাঙ্গাকারাকেও। মুম্বইকর রোহিত শর্মার সৌজন্যে আরও একটি অনন্য রেকর্ডের অংশীদার হল ভারত।

এছাড়াও ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে সর্বাধিক ছয় মেরে এদিন রোহিত শর্মা টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ধোনি ২২৮ টা ছয় মেরে এতদিন ভারতীয়দের মধ‍্যে প্রথম ছিলেন। প্রসঙ্গত, এই তালিকায় ধোনির পর আছেন শচীন তেন্ডুলকার (১৯৫ টা ছয়) এবং সৌরভ গাঙ্গুলি (১৯০ টা ছয়)। আজকের ম‍্যাচে শতরান করে এই বিশ্বকাপে আবার সর্বোচ্চ রান করে ডেভিড ওয়ার্নারকেও টপকে গেলেন রোহিত। সবমিলিয়ে আরও একটা বিশ্বকাপ ভারতের ঘরে তুলতে রবি শাস্ত্রী-বিরাট কোহলি জুটিকে বড়সড় স্বস্তি দিচ্ছেন রোহিত ‘হিটম্যান’ শর্মা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!