এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রোজ পুলিশ অফিসার বদল করছে কমিশনকে দিয়ে” বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

“রোজ পুলিশ অফিসার বদল করছে কমিশনকে দিয়ে” বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ খানাকুলের জনসভা থেকে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গতকালই আলিপুরদুয়ার, চন্দননগরে বদল করা হয়েছে পুলিশ অফিসারদের। আজ খানাকুলের জনসভা থেকে এই প্রসঙ্গ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোজ পুলিশ অফিসারদের বদল করছেন। তিনি প্রশ্ন করলেন, এই অফিসারদের কেন বদল করা হয়েছে? এরা কি দেখতে খারাপ? না এরা চলতে পারেন না? এরা হলেন বাংলার গর্ব।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোজ রাজ্যে এসে মিথ্যা কথা বলছেন। দিল্লিতে তাঁরা ৬ বছর ধরে আছেন। কিন্তু বাংলার জন্য তাঁরা কি কাজ করেছেন? প্রশ্ন করেছেন তিনি। তিনি জানালেন, ৪০ কোটি টাকার মাস্টারপ্ল্যান আরামবাগে করা হচ্ছে। আরামবাগে এর কাজ শুরুও হয়ে গেছে। বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হবে জল আগামী কয়েক মাসের মধ্যেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধান মন্ত্রীকে আক্রমণ করে তিনি জানালেন যে, আগে তিনি দিল্লি সামলান। তাঁর রাজ্য সরকারকে নির্দেশিকা দেয়ার কোন অধিকার প্রধানমন্ত্রীর নেই। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কথা শুনে কেউ কেউ কেউ দালালি করছেন। বিজেপির কথা মেনেই নির্বাচন কমিশন পোলিং এজেন্টের নিয়ম শিথিল করে দিয়েছে।

এরপর দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি জানালেন যে, যতক্ষণ বাক্স সিল না করা হচ্ছে, ততক্ষণ কাউকে জায়গা না ছাড়তে। তিনি জানালেন, সাহস না থাকলে তৃণমূলের এজেন্ট না হতে। ন্যাকা কান্না কাঁদলে চলবে না। আবার, পুরশুড়ার জনসভা থেকে তিনি জানান, গুজরাট কখনোই বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে।

অন্যদিকে, আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেত্রী শশী পাঁজা জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন নরেন্দ্র মোদী। মহিলাদের অপমান করেছেন তিনি। আবার, তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া জানালেন যে, শুধুমাত্র তৃণমূল নেত্রীকেই অপমান করা হয়নি। বাংলার সমস্ত মহিলাদেরই অপমান করা হয়েছে। তিনি জানালেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই গত ১০ বছরে বাংলায় উত্থান ঘটেছে নারীশক্তির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!