এখন পড়ছেন
হোম > রাজ্য > রক্ষাকর্তাই নিরাপদহীন! বিশৃঙ্খলা থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী!

রক্ষাকর্তাই নিরাপদহীন! বিশৃঙ্খলা থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যে কোনো জায়গায় গন্ডগোল থেকে শুরু করে বিশৃঙ্খলা, সবক্ষেত্রেই মুশকিল আসান হিসেবে উপস্থিত হন পুলিশকর্মীরা। কিন্তু মানুষকে রক্ষার বার্তা দেওয়া পুলিশ কর্মীরাই বর্তমানে সঙ্কটের মুখে। এবার দুই গোষ্ঠীর অশান্তি আটকাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ অফিসার। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে লিলুয়া এলাকায়। দুই গোষ্ঠীর সংঘর্ষকে আটকাতে পুলিশকর্মীরা উপস্থিত হলেও, যদি তাদের এভাবে নিরাপত্তাহীনতা চোখে পড়ে, তাহলে সাধারন মানুষকে কারা আশ্রয় দেবে, ঘটনার পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে জনমানসে।

জানা গেছে, এদিন লিলুয়া রোডের এক বাসিন্দার মৃতদেহ সৎকার করতে যান তার পরিবারের আত্মীয়রা। কিন্তু সেখানেই আর এক মৃতদেহের সৎকার করতে আসা পরিবারের সঙ্গে গন্ডগোল বেধে যায় তাদের। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা হাতাহাতিতে রূপান্তরিত হলে সেখানে উপস্থিত হয় পুলিশ। কিন্তু ঘটনাস্থলে গিয়ে অশান্তি থামানোর চেষ্টা করা পুলিশকর্মী সুমন ঘোষকেই গুলিবিদ্ধ হতে হয়। জানা গেছে, এই সুমন ঘোষ লিলুয়া থানার সাব-ইন্সপেক্টর। দুই গোষ্ঠীর সংঘর্ষে বর্তমানে তার পায়ে একটি গুলি লেগেছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কর্তব্যরত পুলিশের শরীরে গুলি লাগার অভিযোগে এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অনেকেই বলতে শুরু করেছেন, পুলিশ প্রশাসন মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাবে, তাদেরকে পাহারা দেবে। কিন্তু সেই জায়গায় যদি গন্ডগোল থামাতে গিয়ে সেই পুলিশকেই গুলিবিদ্ধ হতে হয়, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তাহলে মানুষকে আশ্রয় কারা দেবে, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক ভাবেই লিলুয়ার এই ঘটনা রীতিমত প্রশ্ন তুলে দিল গোটা রাজ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, গন্ডগোল থামাতে গিয়ে পুলিশ কর্মী গুলিবিদ্ধ হওয়ার পর দোষীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!