এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রক্তদান শিবির ঘিরে তৃণমূলের মাদার ও যুব গোষ্ঠীর নেতাদের প্রকাশ্যেই ধুন্ধুমার! থামাতে আসরে পুলিশ

রক্তদান শিবির ঘিরে তৃণমূলের মাদার ও যুব গোষ্ঠীর নেতাদের প্রকাশ্যেই ধুন্ধুমার! থামাতে আসরে পুলিশ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে যেখানে প্রত্যেক রাজনৈতিক দলকেই নিজেদের কর্মীদের উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করতে বলার নিদান দিতে শোনা যাচ্ছিল, সেখানে তৃণমূল থেকে শুরু করে বিজেপি দুই দলের মধ্যেই একাধিক গোষ্ঠী কোন্দলের ঘটনা সামনে আসে। এখানেই সম্প্রতি আবারো সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা। জানা গেছে, মাতলা ১নং তৃণমূল অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার রক্তদান শিবির ও কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে দলেরই এক নেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে ইটখোলা অঞ্চল সভাপতি খতিব সর্দারের বিরুদ্ধে। সেইসঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থলে এসে বিক্ষোভ দেখাতে দেখা গেছে, এলাকার যুব তৃণমূল কর্মী তথা যুব তৃণমূল নেতা পরেশরাম দাসের অনুগামীদের।

শুধু তাই নয়, সেইসঙ্গে প্রকাশ্যে খতিবকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করতে দেখা গেছে তাঁদের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, এলাকার যুব তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর পরেশরাম দাস অভিযোগ করেছেন যে, মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে খতিব তাঁকে খুনের হুমকি দিয়েছেন।

আর সেই কারণেই এলাকার যুব তৃণমূল কর্মীরা এই বক্তব্যের প্রতিবাদ করে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও এ দিনের ঘটনায় রক্তদান শিবিরের মঞ্চে উপস্থিত জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল, ব্লক তৃণমূলের সভাপতি শৈবাল লাহিড়ি-সহ অন্য নেতারা যথেষ্ট অস্বস্তিতে পড়ে যান বলেই জানা যায়। সেইসঙ্গে সাংসদকেও ওই ঘটনার নিন্দা করতে দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “কোনও ভুল হয়ে থাকলে তা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত। সকলের সামনে গন্ডগোল করায় দলের সম্মান নষ্ট হয়েছে।” যদিও এই বিষয়ে ক্যানিং থানার খতিবের বিরুদ্ধে এফআইআরও করবেন বলে জানিয়েছেন পরেশবাবু।

তাঁর অভিযোগ, “খতিব ইটখোলা এলাকায় ক্রমাগত অশান্তি ছড়াচ্ছেন। এ বিষয়ে দল ওঁকে অনেকবার হুঁশিয়ারি দিয়েছে। আজ খোলা মঞ্চ থেকে মাইকে আমায় খুনের হুমকি দিয়েছেন। এ বিষয়ে আমি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি দলকেও ঘটনার কথা জানাব।” যদিও খতিবের দাবি, তিনি কোনও দল বিরোধী কথা বলেননি। কাউকে ব্যক্তিগত ভাবে নাম ধরে খারাপ কথাও বলেননি বলেই জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, “বেশ কিছু দিন ধরেই ক্যানিং পশ্চিমের বিধানসভার টিকিট অনেকেই পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। আমি শুধু বলেছি, শুনছি অনলাইনে বিধায়কের টিকিট পাওয়া যাচ্ছে। তা আমিও একবার সেই চেষ্টা করে দেখব। চেয়ারের পিছনে না দৌড়ে মানুষের জন্য কাজ করুন, দলের কাজ করুন।” যদিও তিনি কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, সেই সম্পর্কে তিনি কিছু জানতে চাননি বলেই জানা গেছে।

যদিও অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এরপর যুব তৃণমূল কর্মীদের পুলিশের সঙ্গে বচসা ও ধ্বস্তাধস্তি হয় বলেও জানা গেছে। শেষমেশ পুলিশ পরিস্থিতি সামাল দেয় বলেই জানা গেছে। তবে এই ঘটনায় এলাকায় যে তৃণমূলের ব্যাপক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেকথাই মনে করেছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!