এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > রোনাল্ডো টেবিল থেকে কোলড্রিংস সরিয়ে দেবার নির্দেশ দিতেই মাথায় হাত কোকাকোলার, অল্পসময়েই বিরাট আর্থিক ধাক্কা

রোনাল্ডো টেবিল থেকে কোলড্রিংস সরিয়ে দেবার নির্দেশ দিতেই মাথায় হাত কোকাকোলার, অল্পসময়েই বিরাট আর্থিক ধাক্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাত্র একটি বার টেবিল থেকে কোল্ডড্রিঙ্কসের বোতল সরিয়ে দেওয়ার নির্দেশ দিতেই বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হল কোলড্রিংস প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা। আধ ঘন্টার মধ্যে সংস্থার শেয়ারের দাম নামতে শুরু করে। এই সামান্য সময়ের মধ্যে শেয়ার ১.৬ শতাংশ নেমে যায় কোকাকোলার। যার ফলে মাথায় হাত নরম পানীয় প্রস্তুতকারক সংস্থার।

প্রসঙ্গত, গতকাল হাঙ্গেরির বিরুদ্ধে সিআরসেভেনের ম্যাচ ছিল। আর গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যখন তিনি গণমাধ্যমের সামনে আসেন, সেসময় টেবিলে দুটি কোকাকোলার বোতল রাখা ছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই বোতলগুলোকে সরিয়ে নিতে বলেন, পরিবর্তে তুলে ধরেন জলের বোতল। কোকাকোলার বিরুদ্ধে তিনি কোনো রকম ক্ষোভ প্রকাশ করেননি, কোন আপত্তিকর কথাও বলেননি, কিন্তু এর পরেই হু হু করে নামতে থাকে সংস্থার শেয়ার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর আধঘণ্টার মধ্যে শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম ২৪২ বিলিয়ন ডলার থেকে কমে ২৩৮ বিলিয়ন ডলারে নেমে যায়। গতকাল যখন গণমাধ্যমে সম্মুখীন হবেন রোনাল্ডো, সেসময় কোকোকোলার শেয়ারের মূল্য ছিল ৫৬.১০ ডলার, তখন সময় ছিল বিকেল তিনটে, এরপর সাড়ে তিনটের সময় দেখা যায় শেয়ার মূল্য নেমে গেছে ৫৫.২২ ডলারে। ফলে মাথায় হাত পড়ে যায় সংস্থার।

তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত উয়েফা সংস্থার পক্ষ থেকে কোনো বক্তব্য রাখা হয়নি। গত ১৯৮৮সাল থেকে উয়েফা যুক্ত কোকোকোলার সঙ্গে। গতকালের এই ঘটনা বিস্মিত করে দিয়েছে অনেককে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোকাকোলার পরিবর্তে জল খাবার পরামর্শ দেওয়ায়, অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। সেইসঙ্গে ফুটবলারের অতি ব্যাপক জনপ্রিয়তা দেখেও বিস্মিত হয়েছেন অনেকে। শুধুমাত্র, তাঁর এই পরামর্শের পর, অল্প সময়ের মধ্যেই যেভাবে ৪ বিলিয়ন ডলারের বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কোকাকোলাকে। তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!