এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, গ্রেপ্তারের মুখে তৃণমূলের জনপ্রতিনিধি! জোর চাঞ্চল্য!

রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, গ্রেপ্তারের মুখে তৃণমূলের জনপ্রতিনিধি! জোর চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন বিরোধীদের পক্ষ থেকে ত্রান দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। আর এবার সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। যেখানে আদালতের পক্ষ থেকে রীতিমতো হুলিয়া জারি করা হল মালদহের হরিশ্চন্দ্রপুরের বড়ুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। মূলত, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক আর্থিক নয়ছয় করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যার কারণেই এবার কড়া পদক্ষেপ আদালত।

সূত্রের খবর, এদিন আদালতের পক্ষ থেকে এই পঞ্চায়েত তৃণমূলের প্রধানের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। বলা বাহুল্য, 2017 সালে বন্যার সময় 76 লক্ষ টাকা কারচুপি করার অভিযোগ উঠেছে প্রধানের বিরুদ্ধে। আর তখন থেকেই ব্যাপক শোরগোল পড়ে যায়। আদালতে দায়ের হয় মামলা। আর এবার অবশেষে সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নেওয়া হল পদক্ষেপ। ইতিমধ্যেই হাইকোর্টের পক্ষ থেকে যে নোটিশ এসেছে, তা সেই পঞ্চায়েত প্রধানের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

 

তবে বর্তমানে সেই পঞ্চায়েত প্রধান ফেরার। যার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে এতদিন বিরোধীরা যে অভিযোগ করত, হাইকোর্টের নির্দেশের ফলে তা যে আরও তীব্র হয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!