এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়, এবার নবান্নে পৌঁছালো সিবিআই

রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়, এবার নবান্নে পৌঁছালো সিবিআই


সারদা থেকে নারদা, প্রায় প্রতিটি ঘটনাতেই বিশেষ করে যেখানে আর্থিক কেলেঙ্কারির মতো অভিযোগ রয়েছে, সেখানে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগ তুলতে শুরু করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে শাসকদলের পক্ষ থেকে বারবার সেই অভিযোগ খারিজ করে দিলেও তদন্তের বিভিন্ন সময়েই দেখা গেছে যে, বেশিরভাগ ক্ষেত্রেই এই আর্থিক কেলেঙ্কারির মত ঘটনায় শাসকদলের নেতা-মন্ত্রীদের ডাক পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

সম্প্রতি এই ব্যাপারে অস্বস্তি বাড়তে শুরু করেছিল রাজ্যের শাসকদলের। তবে রাজ্যের শাসকদলের পাশাপাশি এই ঘটনায় যে অস্বস্তি পোয়াতে হবে রাজ্যের প্রশাসনকেও, তা বুঝতে পারেনি নবান্ন। বেশ কিছুদিন আগে কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে জেরা করা নিয়ে রাজ্য বনাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বৈরথ চরমে উঠেছিল।

বর্তমানেও সেই জটিলতা অব্যাহত রয়েছে। আর এরই মাঝে এবার রোজভ্যালি মামলায় রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে গিয়ে সিবিআইয়ের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি ধরানো হলে প্রবল জল্পনা তৈরি হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার দুপুরে সিবিআইয়ের একটি প্রতিনিধিদল রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে পৌঁছে যায়। আর সেখানে গিয়েই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে একটি চিঠি দেন তারা। কিন্তু কি রয়েছে চিঠিতে! জানা গেছে, রোজভ্যালি মামলার বিভিন্ন নথি এবং ফাইল দ্রুত যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পাঠানো হয়, তার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধু মুখ্যসচিবই নন, এদিন রাজ্যের অর্থ দপ্তরের এক স্পেশাল অফিসারকেও এই রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদ করবার জন্য একটি নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রের খবর, আগামী 18 ই অক্টোবর নিজেদের দপ্তরে এই ব্যাপারে অর্থ দপ্তরের স্পেশাল অফিসারকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু এতদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, মন্ত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের হেভিওয়েট ব্যক্তি এবং শাসক ঘনিষ্ঠদের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি মামলায় সিআইডি ডেকে পাঠালেও চটজলদি নবান্নে গিয়ে নবান্নের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের ডেকে পাঠানোর ঘটনা এক প্রকার নজির বলেই মনে করছে প্রশাসনিক মহল।

সেক্ষেত্রে এবার রোজভ্যালি মামলায় সেই রোজভ্যালি ব্যবসার বাড়বাড়ন্ত নিয়ে সিবিআই তাদের রহস্য উন্মোচন করতে নবান্নে গিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে নোটিশ দিয়ে রাজ্য সরকারের অস্বস্তিকে যে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিলেন, সেই ব্যাপারে সন্দেহ নেই কারোরই।

সব মিলিয়ে এখন রাজ্যের খ্যাতনামা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের রোজভ্যালি মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ঠিক কোন পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!