এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রোজভ্যালি মামলার কি এবার দ্রুত ফয়সালা? আদালতের পদক্ষেপে বাড়ছে জল্পনা

রোজভ্যালি মামলার কি এবার দ্রুত ফয়সালা? আদালতের পদক্ষেপে বাড়ছে জল্পনা


রোজভ্যালি মামলা অনেকদিন ধরেই চলছে। তবে প্রথম থেকেই এই মামলার যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কেন এত ঢিলেমি হচ্ছে, তার ব্যাপারে এবার ব্যাঙ্কশাল আদালতে অবস্থিত স্পেশাল সিবিআই কোর্ট 1 এর রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

‘পাশাপাশি রোজভ্যালি কাণ্ডে অসুস্থতার কারণ দেখিয়ে যে অভিযুক্ত জামিন চেয়েছেন, সেই ব্যাপারে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের রিপোর্টও তলব করেছে আদালত। জানা যায়, রোজভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড ডিবেঞ্চার ট্রাস্টি সদস্য অরুণ মুখোপাধ্যায় গত দুই বছর ধরে সংশোধনাগারে রয়েছেন।

অভিযোগ, ফিল্ড অফিসার হিসেবে গত 2001 সালে তিনি রোজভ্যালিতে যোগ দিয়ে কোনো বিনিয়োগ না করেই গত 2007 সালে নিজের পদোন্নতির সুযোগ পেয়ে যান। আর এরপর থেকেই 2010 সাল পর্যন্ত প্রায় প্রতিবছরই সেই অরুণ মুখোপাধ্যায়ের মাধ্যমে এই রোজভ্যালিতে 500 কোটি বা তার বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। আর এহেন ব্যক্তি অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করলে এদিন তার সম্পূর্ণ বিরোধিতা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী উত্তম বসাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তিনি আদালতকে বলেন, আবেদনকারী ছাড়াও গৌতম কুন্ডু, তার স্ত্রী সহ মোট সাতজনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে। যে অভিযোগ আইনগ্রাহ্য বলে আদালত অভিমত দিয়েছিল। কিন্তু তিনি তা হাইকোর্টে খারিজ করতে এসেছিলেন। তবে সেই মামলাটি খারিজ করে হাইকোর্ট বলেছিল, দ্রুত এই মামলার নিষ্পত্তি করা হবে।

পাশাপাশি সেই আবেদনকারীর জামিনের আবেদনও খারিজ হলে দ্বিতীয়বার তিনি ফের জামিন চেয়ে হাইকোর্টে আসেন। এদিন এই ব্যাপারে আদালতে সওয়ালের পর ইডির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট, অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়েছে। কিন্তু অভিযুক্ত সাতজন নানা কারণ দেখিয়ে বিভিন্ন সময় প্রার্থনা করছেন। ফলে মূল মামলার শুনানি থমকে রয়েছে।

সূত্রের খবর, এই সব শুনে রীতিমতো বিস্মিত হয়েছে আদালত। জানা গেছে, আগামী 15 নভেম্বরের মধ্যে নিম্ন আদালতের বিচারকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি কেন এতদিন এই মামলাটি নিষ্পত্তি করা হয়নি, তার কারণও দর্শাতে বলা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!