এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রোজভ্যালিতে চাপ বাড়াতে আজ ইডির জেরার মুখে গৌতম কুন্ডুর স্ত্রী, বাড়ছে জল্পনা

রোজভ্যালিতে চাপ বাড়াতে আজ ইডির জেরার মুখে গৌতম কুন্ডুর স্ত্রী, বাড়ছে জল্পনা


যত সময় যাচ্ছে ততই যেন জটিলতা বাড়ছে। এবার রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে গৌতম কুন্ডুর স্ত্রীর কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে আজ বৃহস্পতিবার তাকে এই সংস্থার দপ্তরে আসবার জন্য জানানো হয়েছে। একাংশের দাবি, রোজভ্যালির একটি স্বর্ণ বিপনি সংস্থার ব্যাপারে গৌতম কুন্ডু স্ত্রীর কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, রোজভ্যালির ব্যবসা লাটে উঠে গেলেও এই স্বর্ন বিপনি সংস্থার ব্যবসা বেশ ভালোই চলছিল বলে জানায় ইডি। আর এরপরই তারা জানতে পারে যে গৌতম কুন্ডুর স্ত্রী সেটি দেখভাল করছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রোজভ্যালি কাণ্ডে আমানতকারীদের গচ্ছিত টাকা ঘুরপথে বিদেশে নিয়ে গিয়ে তা দিয়ে সোনা কিনেই এই বিশাল মাপের বিপনি খোলা হয়েছে। শুধু তাই নয়, ইডির পক্ষ থেকে তদন্ত করে জানা গেছে যে, এই বিরাট মাপের বিপনি সংস্থা খোলবার জন্য খাতায়-কলমে রোজভ্যালির একটি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন গৌতম কুন্ডু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আশ্চর্যজনকভাবে সেই গৌতম কুন্ডু গ্রেপ্তার হওয়ার পর এই স্বর্ণ বিপনি সংস্থার মালিকানা হস্তান্তর কিভাবে সম্ভব হল, তা নিয়েও তদন্ত করছে ইডি। আর এবার এই গোটা বিষয়টিতে আলাদা করে সেই গৌতম কুন্ডুর স্ত্রীকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তবে একাংশের মতে, এই ঘটনার পেছনে অনেক জল্পনার সৃষ্টি হয়েছে। কেননা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে এই প্রথম সিবিআইয়ের পক্ষ থেকে রোজভ্যালি কাণ্ডে নোটিশ পাঠানো হয়েছে। আর তারপরে এই জেরা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ। অন্যদিকে এখনও পর্যন্ত আদালতে রাজীব কুমারকে নিয়ে কোনোরূপ সুরাহা মেলার আভাস পাওয়া যাচ্ছে না।

ফলে গৌতম কুন্ডু স্ত্রীকে জেরা করে রাজীব কুমারকে হাতেনাতে পেলে সিবিআই যাতে রোজভ্যালি কাণ্ডে তাকে গ্রেফতার করতে পারে, তা দেখাতেই কি এখন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের জেরাপর্বে তোড়জোড় শুরু করে দিল! তা নিয়েও বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!