এখন পড়ছেন
হোম > জাতীয় > রথের চাকা থমকে যেতেই ভক্তদের আকুল হাহাকার! জয় জগন্নাথ মন্ত্রে মোদী-শাহ আসলে নামতেই বাজিমাত

রথের চাকা থমকে যেতেই ভক্তদের আকুল হাহাকার! জয় জগন্নাথ মন্ত্রে মোদী-শাহ আসলে নামতেই বাজিমাত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা ভাইরাসের কারণে ঐতিহ্যমন্ডিত রথযাত্রা বন্ধ হয়ে যেতে বসেছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জনসমাগম করে কোন মতেই রথযাত্রা পালন করা হবেনা বলে জানিয়ে দেয়া হয়েছিল তাকে সমর্থন জানিয়েছিল প্রত্যেকেই। তবে ভক্তদের প্রাণ-মন আলোড়িত হয়েছিল। রথের রশি টানা থেকে তারা বঞ্চিত হবেন, এটা যেন স্বপ্নেও কল্পনা করতে পারছিলেন না কেউ। সরকারের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টের নির্দেশকে সমর্থন জানানো হয়েছিল। কেননা সরকার চাইছে, করোনা ভাইরাসকে আটকাতে।

সেদিক থেকে একবার যদি রথযাত্রা না হয় এবং তার জন্য যদি সংক্রমিত হওয়ার প্রবণতা বন্ধ থাকে, তাহলে মন্দ কি! কিন্তু হাতে যখন একদিন বাকি, ঠিক তখনই আদালতে সেই রথযাত্রার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করতে দেখা গেল কেন্দ্রের শাসক দলকে। জানা যায়, সুপ্রিমকোর্টের পক্ষ থেকে রথযাত্রা বন্ধ হওয়ার নির্দেশ পেতেই নরেন্দ্র মোদি কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। আর তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেন পুরীর রাজা গজপতি দিব্যসিংহ দেব এবং শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীকে।

তারা দুজনেই জানিয়ে দেয় যে, রথযাত্রার উপরে নিষেধাজ্ঞা নিয়ে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে। আর এরপরেই ওই দুই জনের মতামত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে সোমবার সকালে অমিত শাহ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে কথা বলে কেন্দ্রকে রথযাত্রার পক্ষেই সওয়াল করতে হবে বলে জানিয়ে দেন। এদিকে অবশেষে কেন্দ্র এই ব্যাপারে বড়সড় জয় পাওয়ার পর এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রথযাত্রায় অনুমতি দেওয়ার পর কিছুটা উজ্জীবিত হয় অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আমার মতো দেশের কোটি কোটি ভক্তদের আনন্দের কথা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের আবেগ বুঝেছেন। এই মামলার যাতে ইতিবাচক ফল মেলে, তার জন্য চেষ্টা করেছেন। ফলে রথযাত্রার পরম্পরা বজায় থাকছে।” বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্র আদালতে রথযাত্রার পক্ষে সওয়াল করায় তারা দু দিক থেকে লাভবান হল। একদিকে তারা যেমন রথের রশি টানা থেকে বঞ্চিত মানুষদের আবেগকে নিজেদের দিকে আনতে সক্ষম হল, ঠিক তেমনই ওড়িশার নবীন পট্টনায়কের সরকার এই ব্যাপারে চুপ করে বসে থাকলেও, কেন্দ্র যে চুপ করে বসে থাকবে না, তা প্রমাণ করে দিয়ে বিজেপি বুঝিয়ে দিল, তারা বরাবর ভক্তদের মন প্রাণকে সম্মান দিতে জানে।

আর তাই আদালতে তারা রথযাত্রার পক্ষে সওয়াল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিমকোর্টের পক্ষ থেকে সোমবার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, রথযাত্রা হবে। কিন্তু কোনরকম জনসমাগম সেখানে করা যাবে না। অর্থাৎ ভক্তদের জমায়েত ছাড়াই এই রথযাত্রা অনুষ্ঠিত করতে হবে। সেদিক থেকে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছ থেকে এই ব্যাপারে রথযাত্রার অনুমতি নিয়ে এসে নিজেদের কৃতিত্বকে আরও বড় করে দেখিয়ে জনসাধারণের মতাদেশ নিজেদের দিকে আনতে অনেকটাই সক্ষম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!