এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রোজভ্যালি কান্ডে নয়া মোড়, অভিযোগের তীর এবার ইডি অফিসারদের দিকে, বাড়ছে তীব্র চাঞ্চল্য

রোজভ্যালি কান্ডে নয়া মোড়, অভিযোগের তীর এবার ইডি অফিসারদের দিকে, বাড়ছে তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একসময় রোজভ্যালি কান্ড সাড়া ফেলে দিয়েছিল। কার্যত একসময় সারদা থেকে নারদা, রোজভ্যালি থেকে পিনকন প্রতিটি ঘটনায় আর্থিক কেলেঙ্কারির যোগসুত্র পাওয়া যায়। আর ঠিক সেই যায়গা থেকেই এই ঘটনার সঙ্গে যোগ হয়েছে ইডির নাম। উল্লেখ্য, রোজভ্যালির কর্ণধার ছিলেন গৌতম কুন্ডু। যাকে তড়িঘড়ি গ্রেপ্তার করা হলেও সন্দেহের তালিকায় শীর্ষে উঠে আসতে থাকেন গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু।

শুভ্রা কুন্ডুকে গ্রেফতার করা হলেও রোজভ্যালির তদন্তে কিন্তু এরপর চাঞ্চল্য বেড়েছে ক্রমশ। এমনকি গুরুতর অভিযোগ উঠেছে ইডির বিরুদ্ধেও। সম্প্রতি কলকাতার সিবিআই দপ্তর থেকে ইডির ভিজিল্যান্স বিভাগে চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে, যেসব ইডি অফিসাররা রোজভ্যালির মামলার তদন্ত করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেরই রোজভ্যালির মালিক গৌতম কুন্ডু এবং তার স্ত্রী শুভ্রা কুন্ডুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার ফলে তদন্ত প্রভাবিত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এবার সিবিআই এর তরফ থেকে ইডির কাছে আবেদন করা হয়েছে, যেসব অফিসাররা শুরুতে রোজভ্যালি তদন্ত চালিয়েছেন, সামগ্রিকভাবে সেইসব অফিসারদের ভূমিকা তদন্ত করে দেখা উচিত। তাঁদেরকে জেরা করার ফলে রোজভ্যালি মামলার তদন্তে গতি বাড়বে। প্রসঙ্গত কয়েক বছর আগে দিল্লিতে একটি হোটেলে শুভ্রা কুন্ডুর সঙ্গে এক ইডি অফিসারকে একান্তে দেখা গিয়েছিল হোটেলে। তার পরেই তাঁকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এবার সিবিআইয়ের চিঠির মাধ্যমে পরিষ্কার, শুধুমাত্র একজন নয়, বরং একাধিক ইডি আধিকারিকের সঙ্গে রোজভ্যালির মালিক এবং তাঁর স্ত্রীর যোগাযোগ ছিল।

সিবিআই এর দাবি- তদন্তকারী অফিসারদের সঙ্গে সখ্যতা রোজভ্যালি তদন্তের বেশ কিছু নথি শুরুর দিকেই লোপাট হয়ে যেতে পারে। তাই এবার ইডির কাছে সিবিআইয়ের আবেদন, নিজেদের অফিসারদের যেন জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি দপ্তর। তাতে হয়তো অনেক তথ্য সামনে উঠে আসবে। তবে এই চিঠি পেলেও ইডির তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে সিবিআইয়ের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে ইডির ওপরেও বহুলাংশে চাপ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!