এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএস-এর রেকর্ড সদস্য বৃদ্ধি কি 2019 এর সমীকরণের বড় রকমের পরিবর্তন আনবে?

আরএসএস-এর রেকর্ড সদস্য বৃদ্ধি কি 2019 এর সমীকরণের বড় রকমের পরিবর্তন আনবে?

২০১৯ এ তৃণমূলের একটি বড় মাথাব্যথা আরএসএস। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংঘের শাখা। বিশেষ করে উত্তরবঙ্গে সংঘের সদস্য ও শাখা সংখ্যা হু হু করে বাড়ছে।কদিন আগেই ইসলামপুরের ছাত্র মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী অভিযোগ করেন এই ঘটনার পেছনে রয়েছে আরএসএস ও বিজেপির হাত। আরএসএস বৃদ্ধি যে তৃণমূলের একটি বড় চিন্তার বিষয় মুখ্যমন্ত্রীর এই কথায় তা প্রমান দিল।
সম্প্রতি কয়েক বছরে প্রায় দ্বিগুণ সংখ্যায় বৃদ্ধি পেয়েছে সংঘের শাখা। আর এভাবে সং সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই বিজেপি শক্তিশালী হয়ে ওঠা। এই কয়েক বছরে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলা তে ১৫০ টি শাখা রয়েছে সংঘের । বর্তমানে উত্তর দিনাজপুরের মত দক্ষিণ দিনাজপুরেও বাড়ছে সংঘ সংখ্যা। সম্প্রতি তারা মহালয় এক কর্মসূচিও পালন করেছে।
উত্তরবঙ্গে আরএসএস এর ১৫ টি সাংগঠনিক জেলা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে রয়েছে ৩৩ টি জেলা । এবং সব মিলিয়ে আরএসএস-এর ২০০০টি রয়েছে‌। শুধুমাত্র উত্তরবঙ্গে রয়েছে ১২০০ টি শাখা। অথচ এক বছর আগে উত্তরবঙ্গের ছিল মাত্র ৬০০ শাখা। অর্থাৎ এক বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সংঘ শাখা। সংঘের এই বাড়বাড়ন্ত তে একদিকে যেমন চাপের মুখে পড়েছে শাসক দল অন্যদিকে তেমন অতিরিক্ত সুবিধা পাচ্ছে বিজেপি। সংঘের শক্তি বাড়ায় তৃণমূল স্তরে শক্তি বৃদ্ধি ঘটছে বিজেপিরও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সম্প্রতি আরএসএসের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”বর্তমানে বড্ড বেশি রাজনৈতিক কাজকর্মে নাক গলাচ্ছে আরএসএস।একটি সামাজিক সংগঠন বলেই জানতাম এতদিন সংঘকে। কিন্তু এভাবে দিনকে দিন রাজনৈতিক ঘটনার সঙ্গে ক্রমশ জড়িয়ে পড়ছে আরএসএস ।আড়ালে থেকে কেন প্রয়োজন হলে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করুক ভোটের ময়দানে সরাসরি লড়াইয়ে নামতে প্রস্তুত তৃণমূল। লোকসভা নির্বাচনের আগেসংঘের এইভাবে শক্তি বৃদ্ধি ভোটবাক্সে যে যথেষ্ট প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!