এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যজুড়ে আরএসএসের বৃদ্ধি হাসি ফোটাচ্ছে বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্ত্বের

রাজ্যজুড়ে আরএসএসের বৃদ্ধি হাসি ফোটাচ্ছে বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্ত্বের

রাজ্যজুড়ে আরএসএগোটা দেশ তথা রাজ্য জুড়ে বাড়ছে আরএসএসের বৃদ্ধির হার। আরএসএস সূত্রের খবর, আরএসএস শাখার সংখ্যা ৭৫০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২৭৯- এ। আরএসএসের দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু জানান, পশ্চিমবঙ্গের যুব সমাজের পছন্দের তালিকায় দেখা যাচ্ছে আরএসএসকে। এদিন তিনি অভিযোগ সহকারে বলেন, “বাংলাদেশের সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে বাংলা। যুবকদের আরএসএস-এ যোগদান মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সংগঠনের পাশাপাশি দেশকে শক্তি যোগাবে।” আরএসএসের দাবি ,গত বছর তাদের সংগঠনের প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল গোটা দেশে। আর চলতি বছরে শুধু পশ্চিমবঙ্গেই তাদের সংগঠন বৃদ্ধির হার প্রায় ৪৭ শতাংশ। এদিন আরএসএসের মুখপত্র জানান,” দক্ষিণবঙ্গে ৪৬২ টি মিলিয়ে সারা রাজ্যে ৬২১ টি সেবা কেন্দ্র রয়েছে। দক্ষিণবঙ্গে ৬৬ টি ব্লকে স্বাস্থ্য, শিক্ষার মতো সেবা কাজের সঙ্গে যুক্ত আমাদের সদস্যরা। যার মধ্যে উল্লেখযোগ্য দুটি জেলা হল হুগলি ও পশ্চিম বর্ধমান।” রামনবমীর অস্ত্র মিছিল প্রসঙ্গে প্রশ্ন উঠলে আরএসএসের রাজ্য নেতৃত্ব জানায় মহরম ও রামনবমীতে একই নিয়ম পালন করা উচিত। সূত্রের খবর, রামনবমীতে তৃণমূলের যোগদানকে সমর্থন জানাচ্ছে আরএসএস।সের বৃদ্ধি হাসি ফোটাচ্ছে বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্ত্বের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!