এখন পড়ছেন
হোম > রাজ্য > মরা গাঙে জোয়ার আনতে সিপিএমের ভরসা এখন আরএসএস! জানালেন সূর্য্যকান্ত মিশ্র

মরা গাঙে জোয়ার আনতে সিপিএমের ভরসা এখন আরএসএস! জানালেন সূর্য্যকান্ত মিশ্র

দলের কোনঠাসা অবস্থান থেকে সামনের সারিতে ফিরে আসতে নানা কর্মসূচী ও পদক্ষেপ গ্রহণ করছে বাম শিবির। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এখন পার্টিকে জনমুখী করে তুলতে সমস্ত কর্মীসভায় আরএসএসের উদাহারণ তুলে ধরছেন । দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন তাদের আরএসএসের ধাঁচে সংগঠন গড়ে তুলতে হবে। শাসকদলের বিরুদ্ধে গোপনে আর এস এস – এর সাথে গোপন আঁতাত করছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন এক দলীয় কর্মীসভায় সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট ভাষায় বললেন, আরএসএসের ধাঁচে সংগঠন গড়ে তুলতে হবে তবে সেটা কখনই তাদের মতাদর্শের সঙ্গে মিল রেখে নয়। তিনি সাথে আরো বলেন যে ” আরএসএসের মতো সংগঠন গড়ে বিষের বদলে অমৃত পৌঁছে দিতে হবে জনতার মাঝে। আরএসএস বিষ ছড়াচ্ছে। আমরা ছড়াব অমৃত। কিন্তু সংগঠনকে মজবুত করতে হবে ওদের ধাঁচে। তবেই শত্রুর মোকাবিলা করা সম্ভব হবে।” প্রথমে তৃণমূল কংগ্রেসকে শত্রু বলে ব্যাখ্যা করেন তিনি। পরে এই শত্রু তালিকায় অর্ন্তভূক্ত করেন আরএসএস-বিজেপিকেও। এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে সূর্যকান্ত বাবু বললেন,”প্রতিটি স্তরে কর্মীদের নামিয়ে কাজ করতে হবে। জনসংযোগ গড়ে তুলতে হবে। অনেক বাধা আসবে, তা বলে পিছপা হলে হবে না। গোপনে সংগঠন গড়ে তুলতে হবে। যেমনভাবে আরএসএস সংগঠন গড়ে তুলেছে, তাদের ধাঁচেই সিপিএমকে সংগঠন গড়তে হবে। আর একইসঙ্গে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করতে হবে। নিজেদের হাইটেক প্রচারের আওতায় না নিয়ে গেলে মানুষের কাছে এখন পৌঁছনো যাবেনা”রাজ্যের বাম শিবির এখন যে কোনো উপায়েই তাদের পুরোনো রাজ্যপাট ফিরে পেতে বদ্ধ পরিকর হয়ে উঠেছে। সূর্যকান্ত বাবুর এই দলীয় কর্মসূচী দলীয় কর্মীদের মধ্যে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!