এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএসের সভায় প্রণব মুখার্জির যোগদান নিয়ে মুখ খুললেন লালকৃষ্ণ আডবাণী

আরএসএসের সভায় প্রণব মুখার্জির যোগদান নিয়ে মুখ খুললেন লালকৃষ্ণ আডবাণী


প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরে আরএসএসের সভায় যাওয়া নিয়ে এক জলঘোলা হয়েছে দেশ জুড়ে। সব দলই মুখ খুলে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে। এই ঘটনায় স্বভাবতই উচ্ছ্বসিত প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী। এদিনের সভার পরে নিজের প্রতিক্রিয়া জানালেন। তিনি বললেন মোহন ভাগবত ও প্রণব মুখোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিতে অনেক মিল রয়েছে। প্রসঙ্গত ঐদিন রাজনৈতিক মহলের বহু জল্পনাকে একপ্রকার প্রশ্রয় দিয়েই আরএসএসের আমন্ত্রনে তাঁদের সমাবর্তনী সভায় উপস্থিত হয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নিজের বক্তব্যে আডবানী বললেন, ঐ সভায় এইভাবে দুই নেতার কাছে আসার ঘটনাটি যথেষ্ট প্রশংসার যোগ্য। তিনি মনে করেন দুই নেতার এই বক্তব্য থেকে প্রত্যেকের স্বপ্নের ভারত গঠনের শুরু হবে। নাগপুরে আরএসএসের সদর দফতরে প্রণব মুখোপাধ্যায় তাঁর বক্তব্য রাখার পরে সঙ্ঘের মুখপাত্র অরুণ কুমার সংবাদিক সম্মেলন করে বললেন, ” প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্য দেশের প্রাচীন ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়েছে। আমাদের সিস্টেম পাল্টে গেকেও মূল্যবোধটা একই রয়ে গিয়েছে। দেশের বৈচিত্র্য, ঐক্যের কথাও উল্লেখ করেছেন তিনি।” অন্যদিকে এইসভার পরে কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হলো, “প্রণব বাবু আরএসএসের সভায় গিয়ে আরএসএসের সামনে ভারতের ভাবমূর্তি তুল ধরেছেন। উনি বিজেপি সরকারকে মনে করিয়ে দিয়েছেন রাজধর্মের ব্যাপারে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!