এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএস-এর আমন্ত্রণ গ্রহণ করে জল্পনা বাড়ালেন প্রণব

আরএসএস-এর আমন্ত্রণ গ্রহণ করে জল্পনা বাড়ালেন প্রণব


আমন্ত্রন পেয়েছিলেন বেশ কিছুদিন আগেই কিন্তু খবর টি গোপণ ছিলো। সম্প্রতি প্রকাশ্যে এলো আগামী ৭ ই জুন নাগপুরে সমাবর্তনে আরএসএসের নিমন্ত্রনে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রথম সারির নেতা প্রণব মুখোপাধ্যায়। আরএসএসের সর্বভারতীয় মুখপাত্র অরুণ কুমার জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি আরএসএস এর এই নিমন্ত্রনকে মান্যতা দিয়েছেন। তিনি আরোও জানালেন ঐদিন তৃতীয় বর্ষের প্রশিক্ষণ পাঠ্যক্রম পাশ করা স্বয়ংসেবকদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এই স্বয়ংসেবকদের নিজেদের কাজের বিষয়ে যথার্থ ভাবে অবগত করতেই মুলতঃ সভায় উপস্থিত হয়ে বক্তৃতা দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে ঐদিনের সভায় মঞ্চে উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। জানা যাচ্ছে কংগ্রেসের এই বরিষ্ঠ নেতার সিদ্ধান্ত যারপরনাই অবাক করেছে কংগ্রেস দলকে। বর্তমান পরিস্থিতি কংগ্রেস দলের সাথে আরএসএসের প্রধান বিরোধ মতাদর্শগত। দলের সভাপতি সাম্প্রতিক দলীয় সভাগুলিতে একাধিক বার এই কথার উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে দলের একজন অভিজ্ঞ প্রথম সারির নেতা আরএসএসের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা প্রকাশ্য আস্তেই কংগ্রেসের ভাবমূর্তি নিয়ে রীতিমতো সরব হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই প্রসঙ্গে এই রাজ্যের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি জানিয়েছেন, ”’প্রণব মুখোপাধ্যায় বেশ কিছুদিন আগেই রাজনীতি ছেড়ে দিয়েছেন। কংগ্রেসের সঙ্গে এখন তাঁর আর যোগ নেই। প্রণব মুখোপাধ্যায় আরএসএসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, তাঁর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যোগ দিয়ে কী বলছেন। তাই বক্তব্য রাখার পরই তাঁর সিদ্ধান্তের সমালোচনা করা উচিত।” কাজেই দেখা যাচ্ছে কংগ্রেস দলের নেতারা যতই প্রাক্তন রাষ্ট্রপতির সিদ্ধান্ত থেকে নিজেদের তফাতে রাখার চেষ্টা করুক প্রাক্তন রাষ্ট্রপতির সিদ্ধান্ত যে দলের অন্দরে প্রবল আলোড়ন তুলেছে সেই বিষয়ে রাজনৈতিক মহলের মতে সন্দেহের কোনো অবকাশ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!