এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আরএসএসের পর এবার আসরে বিশ্ব হিন্দু পরিষদ! বড় মন্তব্য হেভিওয়েটের!

আরএসএসের পর এবার আসরে বিশ্ব হিন্দু পরিষদ! বড় মন্তব্য হেভিওয়েটের!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় হিন্দুরা কার্যত ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। বিভিন্ন হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে রামনবমীকে সামনে রেখে জোরদার প্রচার হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদও রাস্তায় নামছে বলে খবর। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই বড় মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বিশ্ব হিন্দু পরিষদ ১৯৬৪ সাল থেকে কাজ করছে। রাম মন্দির আন্দোলনে সারা ভারতবর্ষের পরিদৃশ্য পাল্টে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। অশোক সিংহলের নাম গোটা দুনিয়ার লোক জানে। বিশ্ব হিন্দু পরিষদ তার যেটা কাজ, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, হিন্দু সংস্কার সেটা করবে। আরএসএসও তাদের কাজ করে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!