এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আরএসএস প্রধান মোহন ভাগবতের হিন্দু-মুসলিম ঐক্যের বার্তাকে তীব্র কটাক্ষ একাধিক বিরোধী নেতৃত্বের

আরএসএস প্রধান মোহন ভাগবতের হিন্দু-মুসলিম ঐক্যের বার্তাকে তীব্র কটাক্ষ একাধিক বিরোধী নেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি হিন্দু-মুসলমান ঐক্য নিয়ে বেশকিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস এর সংখ্যালঘু সেলের এক সম্মেলনে আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছেন যে, গোরক্ষার নাম করে যারা মুসলিমদের শারীরিক নিগ্রহ করছেন, তারা প্রকৃত ভাবেই হিন্দু বিরোধী। যারা বলছেন, মুসলিমরা এদেশের নাগরিক নন, তারাও হিন্দু বিরোধী। তিনি জানান, গরুকে ভারতে পূজা করা হয়। কিন্তু গো রক্ষার নামে হিংসাত্মক পথে যাওয়ার ঘটনা কখনোই বরদাশ্ত করা হবে না। আইন নিজের পথে চলবে। পক্ষপাতহীনভাবে তদন্ত করতে হবে ও অভিযুক্তদের শাস্তি দিতে হবে। কিন্তু যে গণহত্যা করে থাকে, সে কখনোই হিন্দু হতে পারে না।

আরএসএস প্রধান মোহন ভাগবত আরো জানান যে, যখন কেউ হিন্দু-মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলে থাকেন, তখন তাঁরা বলেন যে, তাঁরা ঐক্যবদ্ধই আছেন, পৃথক নন। রাজনৈতিক দলগুলো মানুষকে একত্রিত করা বা বিবাদ বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করতে পারে না। তবে প্রভাবিত করতে পারে। সংখ্যালঘুদের ওপর যখন অত্যাচার করা হয়। তখন সংখ্যাগুরুদের পক্ষ থেকেই তার প্রতিবাদ করা হয়। কেউ যদি বলেন যে, মুসলমানদের ভারতে থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দু নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরএসএস প্রধানের এই বক্তব্যের পর তাঁকে কটাক্ষ করে বক্তব্য রাখতে শুরু করেছেন একাধিক বিরোধী নেতৃত্ব। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং টুইট করে জানিয়েছেন, এই কথা যদি বিজেপি নেতাদের বোঝাতে পারেন মোহন ভাগবত তাহলে, তিনি তাঁর গুনগ্রাহী হয়ে থাকবেন। তাঁরা হিন্দু- মুসলিম বিভাজনের নামে যে বিষ ঢেলে দিয়েছেন, তা সহজে মোছা যাবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে বিষ পুঁতেছে, তা সহজে সরানো যাবে না। তিনি আরো জানিয়েছেন, মুসলমানদের হেনস্থা করে যারা বিজেপির নেতা হয়েছেন আগে তাদের পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হোক আরএসএস এর পক্ষ থেকে। নরেন্দ্র মোদী, অমিত শাহকে দিয়ে এর সূচনা করা হোক।

অন্যদিকে আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে সরব হয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এই অপরাধী দেশের হিন্দু সরকারের মেরুদন্ড। গরু-মোষের মধ্যে পার্থক্য এরা বোঝে না। কিন্তু মুসলমানদের অত্যাচার করে। এর আগে সংখ্যালঘু হত্যায় অভিযুক্তদের সম্বর্ধনা দেয়া হয়েছে। ফুলের স্তবক, তিরঙ্গা দিয়ে তাদের পুরস্কৃত করা হয়েছে।

আবার, এ প্রসঙ্গে বহু জন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী জানালেন যে, আরএসএস যা বলে থাকে, বাস্তবে তার প্রয়োগ করে না। তাই মোহন ভাগবতের মন্তব্যের বাড়তি কোনো গুরুত্ব নেই। গণহত্যা হিন্দুত্ববাদের নীতিবিরোধী ও সব মানুষের একই ডিএনএ আছে বলে যে ভাষণ দেয়া হয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। কারণ তাঁরা যা বলেন, আরএসএস ঠিক তার উল্টো করার জন্য পরিচিত। এভাবে, আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের তীব্র বিরোধিতা একের পর এক বিরোধী নেতৃত্তের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!