এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আরএসএস প্রধানকে ফল-মিষ্টি পাঠানোর নির্দেশ, একি বললেন মমতা!

আরএসএস প্রধানকে ফল-মিষ্টি পাঠানোর নির্দেশ, একি বললেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রশাসনিক বৈঠকেই আরএসএস প্রধান মেদিনীপুরে এসেছেন, সেই বিষয়ে তিনি খবর নিয়েছেন। আর সেই বিষয়টি উত্থাপন করতে গিয়েই পুলিশকে রীতিমতো আরএসএস প্রধানকে যেন ফুল-মিষ্টি দিয়ে আসা হয়, সেই নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যাকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে শুধু ফুল-মিষ্টি দেওয়াই নয়, দাঙ্গা যেন না বাঁধায়, সেই বিষয়টিতেও সকলকে সচেতন থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই কেশিয়াড়ির আইসিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের এখানে নাকি আরএসএসের চিফ আসছেন! দেখে নেবেন। প্রশাসনের তরফে ওনাকে ফল, মিষ্টি পাঠাবেন। যাতে বুঝতে পারেন যে, আমরা সবাইকে স্বাগত জানাই। ভালো করে নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে বেশি বাড়াবাড়ি করতে যেও না। যাতে দাঙ্গা না বাঁধায়।”

স্বভাবতই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, পুলিশ প্রশাসনকে এই বার্তা দিয়ে রাজ্য যে সকলকে স্বাগত জানায়, তা স্পষ্ট করে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!