এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএস-এর কর্মীর করা মামলায় আজ হাজিরা দিতে চলেছে রাহুল

আরএসএস-এর কর্মীর করা মামলায় আজ হাজিরা দিতে চলেছে রাহুল

আরএসএস সমস্যায় পড়ে যেন প্রবল সঙ্কটে কংগ্রেস। কদিন আগেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্টানে যাওয়া নিয়ে তীব্র বিতর্কে পড়েছিল কংগ্রেস। এবার ফের আরএসএসের টার্গেটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি এক আরএসএস কর্মী রাজেশ কুন্ত অভিযোগ করেন, যে রাহুল গান্ধী বলেছেন,মহাত্মা গান্ধীকে নাকি হত্যা করেছে আরএসএস। এরপরই মহারাষ্ট্রের ভিওয়ান্দি আদালতে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে একটি মানহানির মামলাও করেন এই আরএসএস কর্মী। তারপর থেকেই আইনি জটিলতায় ফেসে আছেন রাহুল গান্ধী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যায়, এবছরের 17 জানুয়ারী এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট হাজিরার নির্দেশ দিলেও আইনজীবির সাহায্য নিয়ে সেই হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর 23 এপ্রিল শুনানির সময় হাজিরার কথা বলা হলেও সেই দিনও অনুপস্থিত থাকেন রাহুল গান্ধী। সূত্রের খবর, মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে কংগ্রেস সভাপতির গন্তব্য হবে মহারাষ্ট্রের ভিওয়ানি আদালত। সেখান থেকৈ ফের উত্তর মুম্বইয়ের গোঁরেগাঁওতে বোম্বই এগজিবিশন সেন্টারের এক অনুষ্টানে যোগ দেবেন রাহুল গান্ধী। তবে কংগ্রেস সভাপতি হিসাবে দ্বায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার মুম্বইয়ে রাহুল গান্ধী কোনোও সমাবেশে যোগ দিচ্ছেন বলে খবর কংগ্রেস সূত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!