এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বঙ্গে গেরুয়া প্রভাব আরও দৃঢ় করতে বড়সড় পরিকল্পনা RSS-এর, প্রচারে অস্ত্র শিবাজী-রবীন্দ্রনাথ!

বঙ্গে গেরুয়া প্রভাব আরও দৃঢ় করতে বড়সড় পরিকল্পনা RSS-এর, প্রচারে অস্ত্র শিবাজী-রবীন্দ্রনাথ!


কথায় আছে, ইতিহাসের নাকি পুনরাবৃত্তি হয়। আর এবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে চলেছে বাংলায়। একসময় ছত্রপতি শিবাজীর ভয়ে গোটা বাংলা তটস্থ হয়ে থাকত। কিন্তু এবার সেই ছত্রপতি শিবাজীকেই বাংলার সংস্কৃতির সঙ্গে জুড়তে উদ্যোগী হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শুধু তাই নয়, বাংলার সংস্কৃতির অন্যতম ধারক এবং বাহক রবীন্দ্রনাথকেও কাজে লাগাতে চাইছে তারা।

কিন্তু কেন হঠাৎ এমন উদ্যোগ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের? অনেকে বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় গেরুয়াকরন পদ্ধতি শুরু করে দিতে চান নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর তারই অঙ্গ হিসেবে এবার বাংলায় গেরুয়া প্রভাব আরও বেশি করে বিস্তৃতি ঘটাতে এই উদ্যোগ নিতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সূত্রের খবর, আগামী 4 জুন ছত্রপতি শিবাজীর রাজ্যভিষেকের দিন হিসেবে “হিন্দু সাম্রাজ্য দিনোৎসব” পালন করবে আরএসএস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে প্রতিটি সদস্যের বাড়িতে শিবাজীর ছবির সামনে ধূপ ধুনো জ্বালিয়ে সাধনা করা হবে। পাশাপাশি এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের “শিবাজী উৎসব” কবিতাটি পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে আরএসএসের তরফে। ইতিমধ্যেই এই ব্যাপারে উত্তরবঙ্গের নয়টি সাংগঠনিক জেলায় যে সমস্ত নেতৃত্ব এবং শাখা নেতৃত্বে রয়েছেন, তাদের কাছে একটি বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক বছরই এই দিনটিকে আরএসএসের পক্ষ থেকে মহাসমারোহে পালন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে শিবাজীর ছবি নিয়ে শোভাযাত্রা বের হতে দেখা যায়‌। কিন্তু এবার করোনা ভাইরাসের ফলে প্রকাশ্যে কোনরূপ জমায়েত করা যাবে না। তাই এই পরিস্থিতিতে বাড়িতে বসেই শিবাজীর সামনে ধুপ ধুনো দিয়ে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করার কথা জানিয়ে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

আর শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন – ছত্রপতি শিবাজী সম্পর্কে স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বসু বিভিন্ন সময়ে যা লিখেছেন, তাও তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অনেকে বলছেন, একসময় শিবাজীর নেতৃত্বে মারাঠা সেনাদের বাহিনী বাংলায় ব্যাপক লুটতরাজ চালিয়ে ছিল। আর এবার সেই শিবাজী সাধনা করেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে ব্যবহার করে বাংলায় গেরুয়া তন্ত্রের সৃষ্টি করতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!